
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে পুলিশকে একটি মাঠের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলাকে বলপূর্বক চার হাত-পা ধরে টানতে টানতে নিয়ে আসতে দেখা যাচ্ছে। অন্যদিকে পুলিশকে আটকানোর চেষ্টা করায় সেখানে উপস্থিত অন্য দু’জনকে মারধর করা হচ্ছে।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ পুলিশ এক কৃষক দম্পতিকে বেধড়ক মারধর ও বুলডোজার দিয়ে তাদের জমির ফসল নষ্ট করে দিয়েছে। এই ঘটনার জেরে, ওই দম্পতি তাদের সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছেন। ভিডিওটি শেয়ার করে এমনভাবে এর ক্যাপশন লেখা হচ্ছে যা থেকে মনে হচ্ছে এটি সাম্প্রতিক সময়ের ঘটনা।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “মধ্যপ্রদেশে কৃষি ফসলে বুলডোজার দিয়ে নষ্ট করে দিলেন বিজেপি পুলিশ, ফসল নষ্ট দেখে আত্মহত্যা করলেন কৃষক দম্পতি, মৃত দম্পতিকে জরিয়ে কাঁদছিলেন তার বাচ্চারা, পুলিশ বাচ্চাদেরও পেটালো।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি ২০২০ সালের জুলাই মাসে মধ্যপ্রদেশের গুনা জেলায় তোলা হয়েছিল। সেই সময় প্রশাসন এক কৃষক দম্পতির তরফে দখলকৃত সরকারি জমি উদ্ধার করতে গেলে তারা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তবে এই ঘটনায় তাদের মৃত্যু হয়নি বরং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা সুস্থ হয়ে ওঠেন।
কীভাবে জানা গেল সত্য?
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে আমরা সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২০ সালের ১৬ জুলাই CNBC-TV18-এর অফিশিয়াল ফেসবুক পেজে এই একই ভিডিও-র একটি বর্ধিত সংস্করণ-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি মধ্যপ্রদেশের গুনা শহরের। সেখানে কলেজের জন্য বরাদ্দকৃত সরকারি জমিতে জবরদখল তুলতে গেলে প্রতিবাদে কীটনাশক খায় এক কৃষক দম্পতি। তবে তাদের মৃত্যু হয়েছে কিনা সেই সংক্রান্ত কোনও তথ্য সেখানে উল্লেখ করা হয়নি।
এরপর উক্ত সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করলে এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন পাওয়া যায়। ২০২০ সালের ১৫ জুলাই এই একই ভিডিও-সহ এনডিটিভি’তে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি মডেল কলেজ তৈরির জন্য বরাদ্দকৃত সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল করে চাষ করছিলেন রাজ কুমার আহিরওয়ার (৩৮) এবং সাবিত্রী দেবী (৩৫) নামক এক দম্পতি। ১৪ জুলাই ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা বুলডোজার নিয়ে সেই জমির ফসল নষ্ট করে জমি খালি করার চেষ্টা করলে বাধ্য হয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই দম্পতি। তবে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তারা সুস্থ হয়ে ওঠেন।
২০২০ সালের ১৭ জুলাই হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশ সরকারের তরফে একজন সাব-ইন্সপেক্টর-সহ মোট ছ’জনকে সাসপেন্ড করে। অন্যদিকে গুনার জেলা শাসক এস বিশ্বনাথন, পুলিশ সুপার তরুণ নায়েক এবং গোয়ালিয়র জোনের আইজি রাজা বাবু সিংকে বদলি করে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ প্রদান করে সরকার।
এরপর, কীটনাশক খাওয়ার পর ওই কৃষক দম্পতির সেদিন সত্যিই মৃত্যু হয়েছিল কিনা সেই বিষয়ে জানতে আমরা গুনার তৎকালীন জেলা শাসক তথা মধ্যপ্রদেশ পর্যটন কর্পোরেশনের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এস বিশ্বনাথনের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “রাজ কুমার আহিরওয়ার এবং তার স্ত্রী সাবিত্রী দেবী সেদিন কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল এটা সত্যি। কিন্তু এই ঘটনায় তাদের মৃত্য হয়নি। প্রশাসনের তরফে তাদের দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা সেখানে সুস্থ হয়ে ওঠেন।” এরপর আমরা রাজ কুমার আহিরওয়ারের সঙ্গেও যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “তিনি এবং তার স্ত্রী সুস্থ আছেন। অন্যদিকে বর্তমানে ওই বিবাদযুক্ত জমি সরকার তাদের থেকে নিয়ে সেখানে একটি কলেজ বানিয়েছে।”
এর থেকে স্পষ্ট হয় যে, মধ্যপ্রদেশের গুনায় সরকারি জমির জবরদখল মুক্ত করার পুরনো ভিডিও বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা হচ্ছে।
মধ্যপ্রদেশে এক কৃষক দম্পতির জমির ফসল বুলডোজার দিয়ে নষ্ট করে দিয়েছে বিজেপি সরকারের পুলিশ। এই ঘটনার জেরে নিজেদের সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি।
২০২০ সালের জুলাই মাসে মধ্যপ্রদেশের গুনায় প্রশাসনের তরফে দখলকৃত সরকারি জমি উদ্ধার করতে গেলে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক কৃষক দম্পতি। তবে এতে তাদের মৃত্যু হয়নি বরং হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা সেখানে সুস্থ হয়ে ওঠেন বলে আজতককে জানিয়েছেন ওই কৃষক।