
গত ১০ মে, শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। তবে দুই দেশের মধ্যে যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে ছেঁড়া পোশাক পরা আহত কিছু ব্যক্তিকে পুলিশের তরফে রাস্তায় প্যারেড করাতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার কারণে পুলিশ তাদের বেধড়ক মারধর করেছে।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ভারতে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা চলবে না । এটা পশ্চিমবঙ্গ না এটা মধ্যপ্রদেশ জয় জয় শ্রী রাম।” অন্যদিকে ভিডিও ফ্রেমের উপরে লেখা হয়েছে, “ভারতে থেকে পাকিস্তান জিন্দাবাদ চলবে না, ভালো ওষুধ দিয়েছে হাঁটতে পারছে না।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওতে প্রকাশ্যে গাড়ি ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগে ভোপাল পুলিশের হাতে গ্রেফতার গ্যাংস্টার জুবায়ের মৌলানা ও তার তিন সহযোগীকে দেখা যাচ্ছে। এর সঙ্গে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার কোনও সম্পর্ক নেই।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল ভিডিও ও দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ১২ মে এই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন অনুযায়ী, কুখ্যাত গ্যাংস্টার জুবায়ের মৌলানা এবং তার তিন সহযোগীকে গ্রেফতার করে ভোপাল পুলিশ। তার বিরুদ্ধে ৫৫টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ভোপালে প্রকাশ্যে যানবাহন ভাঙচুর এবং জনসমক্ষে গুলি চালানোর মতো অভিযোগও রয়েছে। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র-সহ অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে।
এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন পাওয়া যায়। চলতি বছরের ৯ মে দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুসারে, জুবায়ের মৌলানা ২০২৪ সালের অক্টোবর থেকে পলাতক ছিল। তবে গত ৬ মে সে পুনরায় প্রকাশ্যে আসে। এবং ভোপালের মঙ্গলওয়ারা ও টিলা জামালপুরা এলাকায় নিজের বিরোধীপক্ষকে ভয় দেখানোর জন্য যানবাহন ভাঙচুরের পাশাপাশি গুলি চালায় বলে অভিযোগ। এরপর, গত ৮ মে রাতে মঙ্গলওয়ারা, টিলা জামালপুরা, হনুমানগঞ্জ পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের একটি যৌথ অভিযানে জুবায়ের ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। তবে আমরা কোনও প্রতিবেদনেই পাকিস্তান বা ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের উল্লেখ পাইনি।
এরপর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আমরা মঙ্গলওয়ারা থানার এসএইচও অজয় কুমার সোনির সাঙ্গে যোগাযোগ করি। সোনি ভাইরাল দাবিটি অস্বীকার করেন এবং আমাদের জানান, ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার জন্য নয় বরং জনসমক্ষে গুলি চালানোর কারণে গত ৮ মে গ্যাংস্টার জুবায়ের মৌলানা ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছিল ভোপাল পুলিশ।
এর থেকে প্রমাণ হয় যে, ভাইরাল ভিডিওর ব্যক্তিদের ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার কারণে মারধর করার দাবিটি সম্পূর্ণ মিথ্যে ও বিভ্রান্তিকর।
ভিডিওর ব্যক্তিদের ভারতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার কারণে বেধড়ক মারধর করেছে পুলিশ।
ভাইরাল ভিডিওতে ভোপাল পুলিশের তরফে এক গ্যাংস্টার ও তার তিন সহযোগীকে গ্রেফতার করার দৃশ্য দেখা যাচ্ছে। এর সঙ্গে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার কোনও সম্পর্ক নেই।