মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীআজ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা। সেখানে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। আর এই খবর সামনে আসার পরই অনেকেই জানতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে ঠিক কত জনের নাম বাদ গিয়েছে। এছাড়া বিরোধী দলনেতার বুথের তথ্যের দিকেও নজর রয়েছে অনেকের। আর সেই তথ্যও ইতিমধ্যে সামনে চলে এসেছে।
মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কত জনের নাম বাদ পড়েছে?
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশন ২০৭ নম্বর বুথে ১২৭ জনের নাম বাদ পড়েছে বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।
বিরোধী দলনেতার বুথের কী খবর?
ও দিকে নন্দীগ্রামের ৭৯ নম্বর বুথ নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলে বাদ গিয়েছে ১১ জন ভোটারের নাম।
তবে এটা হল ড্রাফট ভোটার লিস্ট। এই তালিকা চূড়ান্ত নয়। এরপরও অনেকের নাম বাদ যেতে পারে। এমনকী অনেক নাম অন্তর্ভুক্ত হওয়ারও রয়েছে সম্ভাবনা। তাই এটাকেই ফাইনাল ভাবা যাবে না।
আজ কী জানিয়েছে কমিশন?
কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে যে SIR প্রক্রিয়ার খসড়া ভোটার লিস্টে রয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। এটাই আপাতত হিসেব।
কেন এত ভোটার বাদ গেল?
এই বিষয়টা সম্পর্কেও স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। এই বিপুল সংখ্যক বাদ যাওয়া নামের মধ্যে অধিকাংশই মৃত ভোটার। এক্ষেত্রে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন মৃত ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়া খোঁজ পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন বলে কমিশনের তরফে জানান হয়েছে। ও দিকে আবার অন্য কোথাও স্থানান্তরিত হয়েছেন, এমন ভোটারের সংখ্যা আবার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৮ জন।
এছাড়া অনেক ডুপ্লিকেট ভোটারের নামও কাটা গিয়েছে লিস্ট থেকে। এক্ষেত্রে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জনের নাম বাদ দেওয়া হতে পারে।
এটাই ফাইনাল লিস্ট নয়
অনেকেই ভাবছেন, এটাই বোধহয় ফাইনাল লিস্ট। এখানে নাম থাকলেই চূড়ান্ত তালিকায় নাম থাকবে। তবে বিষয়টা একবারেই তেমন নয়। ড্রাফ্ট লিস্ট বেরনোর পরই শুরু হবে হিয়ারিং পর্ব। সেখানে প্রয়োজন হলেই ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। সেখানে কিছু প্রশ্ন করা হতে পারে। পাশাপাশি দেখতে চাওয়া হতে পারে নথি। আর সব কিছু ঠিক ঠাক থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম থাকবে বলে জানাচ্ছে কমিশন।