Advertisement

west Bengal by-elections 2024: উপনির্বাচনে CPM-ISF সমঝোতা কেন? স্পষ্ট করলেন নওশাদ সিদ্দিকি

হাড়োয়া আসন বামেরা আমাদের ছেড়েছে। বাম সমর্থিত আইএসএফ প্রার্থী এখনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি পাঁচটির মধ্যে দুটিতে লড়াই করার ইচ্ছা ছিল। একটা মাদারিহাট, অন্যটা তালডাংরা। ফ্যাসিস্ত ও স্বৈরাচারীদের হারানোর জন্য ওই দুটি আসনে প্রার্থী দেওয়া থেকে বিরত থাকলাম। ওই দুটি আসনে আমরা বামেদের সমর্থন দিচ্ছি।

Advertisement
POST A COMMENT