CID-র তারিকা'র মতো ফরেন্সিক এক্সপার্ট হতে চান, কী নিয়ে পড়বেন?

অনেক কিশোর-কিশোরীকেই দেখা যায় ডিটেকটিভ গল্পের পোকা হতে। তাঁরাও চায় অপরাধের রহস্য সমাধান করতে। চাইলে তাঁরা নিজেদের এই আগ্রহকে সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন।

Advertisement
CID-র তারিকা'র মতো ফরেন্সিক এক্সপার্ট হতে চান, কী নিয়ে পড়বেন?সিআইডি চাকরি
হাইলাইটস
  • ক্লাস ১২ পাশ করার পর ফরেনসিক সায়েন্স বর্তমানে একটি ভালো অপশন।
  • ফরেনসিক বিজ্ঞানের সেক্টরটি বর্তমানে দ্রুত এগিয়ে চলেছে।
  • জেনে নেওয়া যাক, কীভাবে এই পেশায় আসতে হবে।

অনেক কিশোর-কিশোরীকেই দেখা যায় ডিটেকটিভ গল্পের পোকা হতে। তাঁরাও চায় অপরাধের রহস্য সমাধান করতে। চাইলে তাঁরা নিজেদের এই আগ্রহকে সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারেন। অনেকটা জনপ্রিয় সিরিয়াল CID-র তারিকার মতোই। ক্লাস ১২ পাশ করার পর ফরেনসিক সায়েন্স  বর্তমানে একটি ভালো অপশন। এবার জেনে নেওয়া যাক, কীভাবে এই পেশায় আসতে হবে।

অধুনা বিশ্বে অপরাধের ধরণ পরিবর্তন হচ্ছে। প্রযুক্তি দ্রুত ভাবে এগিয়ে যাচ্ছে। আর তাই তদন্তকারী সংস্থাগুলির এমন বিশেষজ্ঞদের প্রয়োজন, যারা সমস্ত প্রমাণ একত্রিত করে সত্যিটা উন্মোচন করতে পারেন। 

ফরেনসিক বিজ্ঞানের সেক্টরটি বর্তমানে দ্রুত এগিয়ে চলেছে। ফরেনসিক বিজ্ঞান হল বিজ্ঞান এবং আইনের সংমিশ্রণ যেখানে বিশেষজ্ঞরা যত তাড়াতাড়ি সম্ভব অপরাধ উদঘাটনের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেন। 

ক্লাস ১২-এর পরে ক্যারিয়ার গড়া যেতে পারে 

ফরেনসিক সায়েন্সে ক্যারিয়ার গড়ার জন্য পড়ুয়ারা ক্লাস ১২ শেষ করার পর ফরেনসিক সায়েন্সে অনার্স করতে পারেন। এরফলে তিনি  ফরেনসিক সায়েন্সে গ্রাজুয়েট হবেন। এর জন্য ক্লাস ১২-এর সায়েন্স নিয়ে পাশ করতে হবে। 

কোন কোন কোর্স রয়েছে?

ফরেনসিক সায়েন্স নিয়ে ক্যারিয়ার গড়তে  পড়ুয়াকে ফরেনসিক সায়েন্সে বিএসসি, ফরেনসিক সায়েন্সে বিএসসি (অনার্স) এবং ফরেনসিক সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে।

ফরেনসিক বিশেষজ্ঞদের কাজ কী? 

ডিএনএ পরীক্ষা, আঙুলের ছাপ বিশ্লেষণ, রক্তের নমুনা পরীক্ষা, ডিজিটাল প্রমাণ পরীক্ষা করা, অস্ত্র পরীক্ষা করা এবং অপরাধীকে খুঁজে বের করতে সহায়তা করার জন্য অপরাধস্থল পুনর্নির্মাণ করা। 

কোন কোন বিভাগে চাকরি পাওয়া যায়?

ফরেনসিক সায়েন্সে ডিগ্রি অর্জনের পর অসংখ্য চাকরির অপশন রয়েছে। পুলিশ বিভাগ, সিবিআই, সিআইডি, এনওইএ, ফরেনসিক সায়েন্স ল্যাব, আদালত এবং ইন্টেলিজেন্স ব্যুরো সহ বিভিন্ন পদে আবেদন করা যেতে পারে।  

TAGS:
POST A COMMENT
Advertisement