BEL recruitment 2025: প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থায় Vacancy, BEL এ ১.৪০ লক্ষ টাকা পর্যন্ত Salary র সুযোগ

প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা বেল-এ বড় নিয়োগ, ৩৪০টি শূন্যপদে ইঞ্জিনিয়ার নেওয়া হবে

Advertisement
প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থায় Vacancy, BEL এ ১.৪০ লক্ষ টাকা পর্যন্ত Salary র সুযোগBEL এ চাকরির সুযোগ। কীভাবে আবেদন করবেন জানুন।
হাইলাইটস
  • ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে (BEL) চাকরির সুযোগ।
  •  বিপুল সংখ্যক পদে কর্মী নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা।
  • ৩৪০টি শূন্যপদে প্রোবেশনারি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।

BEL recruitment 2025: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে (BEL) চাকরির সুযোগ। বিপুল সংখ্যক পদে কর্মী নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৪০টি শূন্যপদে প্রোবেশনারি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমাঞ্চলে পোস্টিং দেওয়া হবে।

অফিসিয়াল ওয়েবসাইট Link: https://bel-india.in/job-notifications/

কোন কোন পদে নিয়োগ?
BEL জানিয়েছে, E-2 গ্রেডের প্রোবেশনারি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। অর্থাৎ সংস্থার ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কাজের সুযোগ পাবেন। তবে শুরুতেই জানিয়ে রাখা ভাল, সরাসরি স্থায়ী নিয়োগ হবে না। প্রথমে ছ’মাসের ট্রেনিং পিরিয়ড থাকবে। এই সময় কাজের গতি, ধরণ, দক্ষতা যাচাই করা হবে।

প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন রাজ্যে অবস্থিত বেলের ইউনিটে পোস্টিং দেওয়া হবে। BEL এর কাজ মানে বলাই বাহুল্য, লার্জ স্কেল প্রযুক্তির উপর কাজ করতে হবে। ফলে দেশের ইঞ্জিনিয়ারদের জন্য এটি ভাল সুযোগ।

কতজন নেওয়া হবে
এই নিয়োগে মোট ৩৪০টি Vacancy পূরণ করা হবে। বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সংখ্যক পদ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

এলিজিবিলিটি ক্রাইটেরিয়া
বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, ইডব্লিউএস এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। বিই, বিটেক বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। বলাই বাহুল্য, কোন ডিপার্টমেন্টে আবেদন করবেন তা আপনার ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রিমের উপর নির্ভর করছে। 

বেতন ও ভাতা
প্রবেশনারি ইঞ্জিনিয়ারদের ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে। এর সঙ্গে বাড়তি ভাতা, যেমন হাউস রেন্ট, ডিয়ারনেস অ্যালাউন্স এবং অন্যান্য সুবিধাও পাবেন। সংস্থার দাবি, কর্মীদের পারফরম্যান্স ভাল হলে পরবর্তীকালে পদোন্নতির সুযোগও থাকবে।

কীভাবে আবেদন করবেন
আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন। বেলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.bel-india.in) গিয়ে আবেদন করতে হবে। অ্য়াপ্লাই করার সময় নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত তথ্য ও বয়সের প্রমাণপত্র আপলোড করতে হবে।

জেনারেল কাস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি ১,১৮০ টাকা। অনলাইনেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি ভরা যাবে।

Advertisement

আবেদনের শেষ তারিখ
অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ দিন ১৪ নভেম্বর ২০২৫। এরপরে কোনও আবেদন গ্রহণ করা হবে না। তাই আগ্রহী চাকরিপ্রার্থীরা যত দ্রুত সম্ভব আবেদন করুন।

সিলেকশন প্রসেস
কম্পিউটার বেসড পরীক্ষা (CBT) ও ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করা হবে। প্রথমে Written। টেকনিক্যাল জ্ঞান ও জেনারেল অ্যাওয়ারনেস টেস্ট করা হবে। তাতে পাশ করলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

সিলেক্টেড হলে, অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট রিলিজ করা হবে।

কোথায় দেখা যাবে? 
বেলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন থেকে দেখা যাবে। সেখানে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন।

গুরুত্বপূর্ণ তথ্য(Important Data)

সংস্থা: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)

পদ: প্রবেশনারি ইঞ্জিনিয়ার (E2 গ্রেড)

মোট শূন্যপদ: ৩৪০টি

বয়সসীমা: ২৫ বছর (ছাড় প্রযোজ্য)

যোগ্যতা: BE / BTech / BSc (Engg)

স্যালারি: 40,000 থেকে 1,40,000 টাকা

আবেদন ফি: 1,180 টাকা (SC/ST/PwD বাদে)

আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৫

নিয়োগ পদ্ধতি: CBT ও ইন্টারভিউ

সরকারি সংস্থায় চাকরির সুযোগ মানেই একটা আলাদা ব্যাপার। ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি অনেকেই করেন। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বেল এর মতো সংস্থায় চাকরির সুযোগ সত্যিই ভাগ্যের ব্যাপার। তাই প্রযুক্তিতে দক্ষ তরুণ তরুণীরা এই সুযোগ হাতছাড়া করতে চান না। বিশেষজ্ঞদের মতে, বেলের মতো সংস্থায় চাকরি মানে শুধু আর্থিক নিরাপত্তা নয়, দেশের উন্নয়ন প্রকল্পেরও অংশীদার হওয়ার সুযোগ পাবেন।

POST A COMMENT
Advertisement