Bankura University Job: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে Vacancy, Walk in ইন্টারভিউ দিয়ে চাকরি, রইল দিনক্ষণ

Bankura University Recruitment 2025: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে Vacancy, Walk in ইন্টারভিউ দিয়ে চাকরি, রইল দিনক্ষণবাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ওয়াক ইন ইন্টারভিউ।
হাইলাইটস
  • বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ।
  • বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • দর্শন, ভূগোল এবং পদার্থবিদ্যা, এই তিনটি বিষয়ে স্পেশ্যাল লেকচারার পদে নিয়োগ করা হবে।

Bankura University Recruitment 2025: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দর্শন, ভূগোল এবং পদার্থবিদ্যা, এই তিনটি বিষয়ে স্পেশ্যাল লেকচারার পদে নিয়োগ করা হবে। উল্লেখযোগ্য় বিষয়টি হলস, সরাসরি Walk In ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থী বাছাই করা হবে। আলাদা করে কোনও ফর্ম ফিলআপেরও দরকার নেই। নির্দিষ্ট দিনে, সময়ে গিয়ে হাজির হলেই হবে। নোটিফিকেশনে সময়, লোকেশন দেওয়া আছে। তার জন্য নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনের PDF দেখতে পারেন। এর পাশাপাশি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হল।  

কোন কোন বিষয়ে নিয়োগ?
দর্শন(Philosophy) বিভাগে নিয়োগ করা হবে। দর্শনে ইউজিসির নিয়ম অনুযায়ী এলিজেবল প্রার্থীরাই ইন্টারভিউ দিতে পারবেন। শূন্যপদের সংখ্যা বা বয়সসীমা জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সাম্মানিক(Salary) দেওয়া হবে।

দর্শন বিভাগের জন্য আগামী ৩১ অক্টোবর, শুক্রবার ইন্টারভিউ হবে। এই দিন বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের সকাল ১১টার মধ্যে ‘ডিপার্টমেন্ট অফ ফিলোজফি’তে উপস্থিত থাকতে হবে। সঙ্গে আনতে হবে প্রয়োজনীয় নথিপত্র।

একই দিনে আরও দু'টি বিষয়ে নিয়োগের ইন্টারভিউ হবে। ভূগোল ও পদার্থবিদ্যা, এই দু'টি বিভাগে স্পেশ্যাল লেকচারার পদে শিক্ষক নেওয়া হবে। তবে এক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে। প্রার্থীকে অবশ্যই সাঁওতালি ভাষায় পড়াতে জানতে হবে। সেই সঙ্গে ‘ওল চিকি’ লিপি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

আগামী ৩১ অক্টোবর সকাল ১১টা ৩০ মিনিটে এই দু'টি বিভাগের ইন্টারভিউ হবে। স্থান; বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেকেন্ড ফ্লোর, ব্লক-টু, পুরন্দরপুর। নির্দিষ্ট সময়ে, প্রয়োজনীয় নথিপত্র সহ উপস্থিত হতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এক্ষেত্রেও সিলেক্টেড হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সাম্মানিক দেওয়া হবে।

Important Links:
দর্শন বিভাগের নোটিফিকেশন: View PDF
ভূগোল ও পদার্থবিদ্যার নোটিফিকেশন: View PDF
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক(টাচ করুন): https://www.bankurauniv.ac.in/view-all-notifications/11

ফলে যাঁদের NET, SET জাতীয় পরীক্ষায় পাশ করা আছে, তাঁদের জন্য এটি বড় সুযোগ। কারণ, এই ইন্টারভিউয়ের জন্য কোনও আলাদা করে পরীক্ষা বা অনলাইন অ্যাপ্লিকেশন লাগছে না। নির্দিষ্ট দিনে Walk in ইন্টারভিউতে অংশ নিলেই হবে।

Advertisement

বিস্তারিত তথ্যের জন্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে নজর রাখুন।

POST A COMMENT
Advertisement