Advertisement

Wayanad Bypolls 2024: ওয়েনাডে বুথে প্রিয়াঙ্কা পৌঁছতেই উল্লাস, দেখুন

কেরলে ওয়েনাড আসনে উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এই প্রথম ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা। লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী দুটি আসনে একসঙ্গে জিতেছিলেন। ওয়েনাড পরবর্তীকালে তিনি ছেড়ে দেন। সেখানে প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা। আজ ভোট চলছে ওয়েনাডে। প্রিয়াঙ্কা যেতেই সবাই জড়িয়ে ধরলেন। এই আসনে বিজেপি প্রার্থী নব্য হরিদাস ও এলডিএফ প্রার্থী সত্যেন মকেরি।

Advertisement
POST A COMMENT