Advertisement

Rajnath Singh: IMF র টাকায় সন্ত্রাস চালালে ‘পিকচার আভি বাকি’, Pakistan কে ওপেন চ্য়ালেঞ্জ India র

সম্প্রতি Pakistan Occupied Kashmir ও Pakistan র অভ্যন্তরে জিহাদি ঘাঁটিতে Operation Sindoor চালিয়েছে ভারত। এমনকী পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করলে পালটা প্রত্যাঘাতে তাদের কোমর ভেঙে দিয়েছে Indian Air Force। এদিকে এরই মাঝে পাকিস্তানকে ১ বিলিয়ন ডলারের একটি ঋণ অনুমোদন করেছে আইএমএফ। এার সেই বিষয়ে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী Rajnath Singh। প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি মনে করি নিশ্চিতভাবে International Monetary Fund থেকে আসা অর্থের একটা বড় অংশ জিহাদি পরিকাঠামোকে ফান্ডিং করতে ব্যবহৃত হবে। আমি মনে করি বর্তমান সময়ে পাকিস্তানকে যে কোনও ধরনের আর্থিক সহায়তা জিহাদি ফান্ডিংয়ের চেয়ে কম কিছু নয়। ভারত এটাই চাইবে IMF এই বিষয়ে পুনর্বিবেচনা করুক। শুনুন কী বললেন রাজনাথ সিং।

Rajnath Singh warns Pakistan on Operation Sindoor

Advertisement