'আকসাই চিন কার আমলে চিনের দখলে চলে গিয়েছিল?' রাহুল গান্ধী চিনা ইস্যু তুলতেই পাল্টা দিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর কথায়, ' হিন্দি চিনি ভাই ভাই বলতেন। আর পিছনে ছুরি মেরেছিল চিন। জওয়ানদের পাশে না দাঁড়িয়ে কেন চিনা আধিকারিকদের সঙ্গে স্যুপ খেত?'