Advertisement

President Droupadi Murmu র রাফাল সফর, দুনিয়া দেখল নারীশক্তি, VIDEO

প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে সওয়ার হলেন দ্রৌপদী মুর্মু। বুধবার হরিয়ানার অম্বালা বিমানঘাঁটি পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এই বায়ু সেনাঘাঁটি থেকেই 'অপারেশন সিঁদুর' শুরু হয়েছিলেন। সেখানে প্রথমে তাঁকে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। এরপরেই তিনি রাফাল যুদ্ধবিমানে একটি উড়ানে অংশ নেন। এই বিশেষ অভিযানে বিমানঘাঁটিতে উপস্থিত বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং এবং অন্যান্য আধিকারিকরা।

Advertisement
POST A COMMENT