'এটা মোদীজির কাজের জয়। অরবিন্দ কেজরিওয়াল কোনও উন্নয়নই করেননি। যমুনা নদীকে সাফ করাই আমাদের অগ্রাধিকার। দিল্লিতে অনেক কাজ করতে হবে'। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে কেজরিওয়ালকে হারিয়ে এমন প্রতিক্রিয়া দিলেন 'জায়ান্ট কিলার' প্রবেশ বর্মা।