Advertisement

Diverse harmony: সম্প্রীতি কাকে বলে, রোজ 250 মুসলিমকে ইফতার দিয়ে শিখিয়ে দিল এই হিন্দু যুবতী

একমাস ধরে রোজা পালন করার পর শুরু হয়েছে ইফতার। ৩১ মার্চ সোমবার ছিল ঈদ। আর এই ঈদ উপলক্ষে হিন্দু-মুসলিম সম্প্রীতির নানা খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। এইরকমই একটি খবর আজ আপনাদের শোনাব। রামজান উপলক্ষে দিল্লির জামা মসজিদে প্রতিদিন প্রায় আড়াইশো মানুষকে রান্না করে খাইয়েছেন এক হিন্দু মহিলা। ২৭ বছর বয়সী ওই হিন্দু মহিলার নাম নেহা ভারতী। রামজান উপলক্ষে রোজ আড়াইশো মানুষের রান্না করে খাইয়েছেন তিনি।

Neha serves iftar at Delhi’s Jama Masjid byt

Advertisement