১০০ বছর পূর্ণ করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। এই উপলক্ষে একটি অনুষ্ঠানে হিন্দু, সনাতন এবং ভারতীয় পরিচয় নিয়ে মুখ খোলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তিনি বলেন,'সকলে আলাদা ধর্মের হলেও এ দেশে ডিএনএ এক'।