Advertisement

Skyroot Aerospace: 2026 এই India র বেসরকারি Rocket Vikram-1 এই ওড়ার অপেক্ষার অবসান

অপেক্ষার প্রায় অবসান। তারপরেই সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে, ভারতের প্রথম বেসরকারি মহাকাশযান Rocket Skyroot Vikram-1 ছুটে যাবে মহাকাশের পথে। 2026 সালেই হয়তো পূরণ হবে সেই আশা। নভেম্বরেই ‘Skyroot Aerospace’ সংস্থার তৈরি প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’ উন্মোচন করেন PM Modi। সম্পূর্ণ বেসরকারি ভাবে তৈরি এই রকেট ভারতের মহাকাশ চর্চায় এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। কক্ষপথে ক্ষুদ্রাকৃতির উপগ্রহ বহন করে উৎক্ষেপণ করতে পারবে এই রকেট।

India's first private space rocket Vikram-1 launch planned

TAGS:
Advertisement