Advertisement

ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ভেতরটি কেমন হয়? গায়ে কাঁটা দেওয়া VIDEO

ইতিহাসে এই প্রথমবার, এক ভয়ঙ্কর ক্যাটাগরি–৫ ঘূর্ণিঝড়ের ভেতর থেকে ভিডিও রেকর্ড করা হল। ভয়াল ঘূর্ণিঝড় ‘মেলিসা’-র এই দৃশ্যটি ভিডিও বন্দি করেছে আমেরিকার বায়ুসেনার একটি বিশেষ বিমান। ঝড়ের তীব্র হাওয়া, ঘূর্ণির কেন্দ্র আর বজ্রপাতের মুহূর্ত, সবই ধরা পড়েছে সেই ভিডিওয়। বিজ্ঞানীদের মতে, এই ধরনের ভিডিও ভবিষ্যতে ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি বোঝার ক্ষেত্রে বড় সাহায্য করবে। তবে এমন বিপজ্জনক পরিস্থিতিতে রেকর্ড করা এই ফুটেজ দেখে বিশ্বজুড়ে গবেষক ও আবহাওয়াবিদরা একে বলছেন, মানবসাহস ও প্রযুক্তির এক ঐতিহাসিক সাফল্য।

Advertisement
POST A COMMENT