Advertisement

Amit Shah: 'বাংলায় গিয়ে বুক ঠুকে বলব', সংসদে কল্যাণকে উদ্দেশ্য করে কী বললেন শাহ?

ওয়াকফ বিল নিয়ে বুধবার যখন লোকসভায় অমিত শাহ বক্তব্য রাখছেন, বিরোধীদের আসন থেকে তখন মাঝে মাঝেই চিৎকার শোনা যাচ্ছে। সেই সময় বক্তব্য থামিয়ে বাংলার সাংসদদের বার্তা দিলেন অমিত শাহ। তাঁর বক্তব্যের মাঝে দ্বিতীয়বার যখন হট্টগোল শুরু হয়, তখন অমিত শাহ বাংলার সাংসদদের বলেন, “বুঝতে পারছি, ২০২৬-এর (বিধানসভা ভোট) জন্যই ওঁরা ভয় পাচ্ছেন।” এরপর তৃণমূল সাংসদদের দিকে তাকিয়ে বলেন, “বাংলায় গিয়ে বুক ঠুকে বলব, বেশি আসন আমরাই পাব।”

Advertisement
POST A COMMENT