দিল্লির দিল জিতল বিজেপি। মাত্র এক দশকে অরবিন্দ কেজরিওয়ালে আম আদমি পার্টির প্রতি মোহভঙ্গ রাজধানীর মানুষের। সেই ২৭ বছর আগে দিল্লিতে শেষবারের মতো ক্ষমতায় ছিল গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। এবার মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও স্পষ্ট নয়। তবে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে দিল্লিতে। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে গেরুয়া পার্টি।