কংগ্রেস একটি পরজীবী দল। যে বিশ্বাস করবে, হাত ধরবে সেই হারবে। দিল্লি বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েই এই ভাষাতেই সনিয়া-রাহুল গান্ধীদের দলকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'কংগ্রেস দিল্লিতে হারের ডবল হ্যাট্রিক করেছে। তারা পরপর ৬ বার একটাও আসন পায়নি। অথচ এই দলটা দেশের সবথেকে পুরোনো দল।'