দিল্লিতে ২৭ বছর পর ফিরছে বিজেপি। এখনও পর্যন্ত গণনায় যা ট্রেন্ড, বিপুল আসন নিয়ে ফুটতে চলেছে পদ্ম। ডাবল ইঞ্জিন সরকার হতে চলেছে দিল্লিতে। গণনা এখনও চূড়ান্ত হয়নি। তবে ৪২টি আসনে এগিয়ে বিজেপি। অনেক পিছিয়ে কেজরিওয়ালের আপ। রেজাল্ট মোটামুটি স্পষ্ট হতেই দিল্লিতে বিজেপি পার্টি অফিসে উল্লাস শুরু। ঢাক, ঢোল বাজিয়ে মিষ্টিমুখ চলছে।