Advertisement

'অ্যাই চোপ! খালি বকর বকর' সংসদে BJP-র অভিজিতের ধমক VIDEO VIRAL

ওয়াকফ বিল নিয়ে লোকসভায় ভাষণ দিচ্ছিলেন বিজেপি সাংসদ অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধিতা আসে। অভিজিত্‍ হঠাত্‍ ভাষণ থামালেন। তৃণমূলের যে সব সাংসদরা চিত্‍কার করে অভিজিত্‍‍‌কে বলছিলেন, তাঁদের দিকে তাকিয়ে বিজেপি সাংসদ বললেন, 'অ্যাই চোপ, একদম চোপ! কিস্সু জানে না, খালি বকর বকর।'

Advertisement
POST A COMMENT