Advertisement

Bihar-র ১০০ কোটি টাকার এই রাস্তা Viral? কারণ জানলে চমকে যাবেন

মধ্যপ্রদেশের ৯০ ডিগ্রি রেলব্রিজের পর এবার বিহারের জাতীয় সড়ক! খরচ পড়ছে ১০০ কোটি। সেই রাস্তার এখন গোটা দেশে ভাইরাল। ভিডিওয় দেখতেই পাচ্ছেন রাস্তার মাঝে বড় বড় গাছ। যাতায়াতের পথে বাধাই তৈরি করছে না! বড় দুর্ঘটনাও ঘটতে পারে। এটি জেহানাবাদ থেকে গয়া পর্যন্ত ২২ নম্বর জাতীয় সড়ক। জানা গিয়েছে, রাস্তা তৈরির সময় গাছ কাটার জন্য বন দফতরকে চিঠি দেওয়া হয়েছিল। এই চিঠির জবাবে জমির বিনিময়ে জমি দাবি করেছিল বন দফতর। অনুমতিপত্র আসার আগেই গাছ রেখে রাস্তা তৈরি করে দেয় ঠিকাদারি সংস্থা। তাদের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। আপাতত মাটির বস্তা, ব্যারিকেড লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।

full grown trees are standing in the middle of the NH-22

TAGS:
Advertisement
POST A COMMENT