Advertisement

'তদন্তের সুযোগই পেলাম না', সুশান্ত মামলায় CBI-রিপোর্টে হতাশ বিহারের প্রাক্তন ডিজিপি

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে চূড়ান্ত রিপোর্ট জমা দিল সিবিআই। ক্লিনচিট দেওয়া হয়েছে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। সেই জানানো হয়েছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত। বিহারের তৎকালীন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডের দাবি,বিহারের পুলিশ দলকে সাহায্য করেনি মহারাষ্ট্র পুলিশ। প্রমাণ না পেলে সিবিআই-এর আর কী করার আছে!

Advertisement
POST A COMMENT