Advertisement

পাহাড় থেকে গড়িয়ে এল পাথর, নিচে সার সার গাড়ি, অরুণাচলের ভয়াবহ Video

অরুণাচল প্রদেশের দিরাংয়ে ভয়াবহ ভূমিধসে সম্পূর্ণ বন্ধ বালিপাড়া-চারিদুয়ার-তাওয়াং (BCT) হাইওয়ে। প্রায় ১২০ মিটার রাস্তা ঢাকা পড়েছে ধ্বংসস্তূপে। এই ঘটনায় একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। ভূমিধসের সময় প্রাণ বাঁচাতে আতঙ্কে ছুটতে দেখা যায় যাত্রীদের। ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য।

Advertisement
POST A COMMENT