'ওয়াকফে একজন অমুসলিমও থাকবে না। এই আইনে এমন কোনও বিধান নেই'। বুধবার লোকসভায় স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,'এই বিলের কাজ হবে, ওয়াকফ সম্পত্তি বেহাত হওয়া আটকানো। এবং যারা এ কাজ করছে, তাদের ধরা'।