Advertisement

Delhi Election Result 2025 : দিল্লির জয় উদযাপন বঙ্গ-BJP-র, রাস্তায় নেমে মিষ্টি বিতরণ অগ্নিমিত্রার

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পর আসানসোলের বার্ণপুরে উল্লাস বিজেপির।এদিন বার্ণপুরের বারি ময়দানে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজয় উল্লাস করা হয়।একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে বাজি ফাটিয়ে লাড্ডু বিতরণ করা হয়।অগ্নিমিত্রা পাল পথচারীদের লাড্ডু বিতরণ করেন।

Advertisement
POST A COMMENT