বাজি কারখানায় বিস্ফোরণ এ বার গুজরাতে। মঙ্গলবার বনাসকাণ্ঠা জেলার ডীসা শহরের অদূরে প্রবল বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় কয়েক জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাজি কারখানাটিতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।