বুধবার লোকসভায় পেশ হবে ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫। এই বিল পাশ কারতে বদ্ধপরিকর বিজেপি। বিলের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস-সহ একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দল। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার এই বিষয়ে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং সিপিআই (এম)-এর মতো দলগুলির সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, এই বিলের বিরোধিতায় সংসদে একসঙ্গে লড়বে একাধিক দল।
বিলকে বিভাজনকারী বলেও উল্লেখ করেন তিনি।
শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী জানিয়েছেন, বিরোধী রাজনৈতিক দলগুলো ওয়াকফ বিল নিয়ে বিতর্কে অংশ নেবেন। সূত্রের খবর, বিলের বিরোধিতায় ভোট দেবেন বিরোধী দলের সাংসদরা।
এই নিয়ে সিপিআই (এম) নেতা জন ব্রিটাস বলেন, 'বিলের বিরোধিতা করা হবে। এই বিল অসাংবিধানিক।'
প্রসঙ্গত, বিরোধী সদস্যদের আপত্তি উপেক্ষা করেই গত ৩০ ডিসেম্বর ওয়াকফ (সংশোধনী) বিলের নতুন খসড়া অনুমোদন করেছিল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। এর পরে সেই খসড়ায় প্রস্তাবিত ১৪টি সংশোধনী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত হয়।
এদিকে এই বিলের গুরুত্বের কথা মাথায় রেখে বিজেপি এবং কংগ্রেস তাদের সমস্ত লোকসভা সাংসদের জন্য হুইপ জারি করেছে। আগামী তিন দিন পর্যন্ত সংসদে তাঁদের হাজির থাকতে বলা হয়েছে।
লোকসভায় এই বিল নিয়ে আট ঘণ্টা আলোচনা হবে। নিম্নকক্ষে সংখ্যা গরিষ্ঠতার কারণে বিল পাশ হয়ে যাবে বলে আশাবাদী বিজেপি। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলোও প্রতিরোধ গড়ে তুলতে পারবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ৫৪৩ আসন বিশিষ্ট লোকসভায় এনডিএ-র বর্তমানে ২৯৩ সদস্য রয়েছে। বিজেপির একার দখলে ২৪০।
বিলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেছেন, স্তাবিত সংশোধনী মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। তাঁর কথায়, 'এই বিলটি অসাংবিধানিক।'