আর কয়েকদিন বাদেই শুরু হবে কেদারনাথ যাত্রা। তার আগে এক ভাইরাস ঘিরে উদ্বেগ ছড়াল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায়। ১২টি খচ্চরের দেহে H3N8 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া গিয়েছে। ৩০০টি খচ্চরের নমুনা নেওয়া হয়েছিল। তাতে ১২টির দেহে ভাইরাস পাওয়া গিয়েছে। খচ্চরগুলোকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য নজর রাখছে স্বাস্থ্য বিভাগ।
প্রতি বছর কেদারনাথ যাত্রায় প্রায় ২০ হাজার খচ্চর চালক মোতায়েন করা হয়। এবার যাত্রা শুরুর আগেই সব খচ্চর ও তাঁদের হ্যান্ডলারদের নিবন্ধন ও ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। রাজ্যের পশুপালন মন্ত্রী সৌরভ বহুগুনার নির্দেশে অবিলম্বে একটি কোয়ারেন্টাইন কেন্দ্র প্রস্তুত করে রাখা হয়েছিল। সেখানে সংক্রমিত খচ্চরদের চিকিৎসা করা হচ্ছে। তবে প্রতিটি খচ্চরই বর্তমানে সুস্থ রয়েছে বলে খবর।
ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট (আইভিআরআই) মুক্কেশ্বরের বিশেষজ্ঞ দলও এই ভাইরাসের সংক্রমণ বন্ধ করতে প্রশাসনকে সাহায্য করছে। H3N8 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রাথমিকভাবে ঘোড়া, কুকুর এবং পাখির মধ্যে পাওয়া যায়। কিছু ক্ষেত্রে এটি মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।
কেদারনাথ যাত্রায় হাজার হাজার ভক্ত শামিল হন। তাই ভাইরাসের সংক্রমণে তৎপরতা দেখিয়েছে প্রশাসন।