KR Puram railway station: ভাইকে আটক রেখে মহিলাকে রেলস্টেশনের পাশে টেনেহিঁচড়ে ধর্ষণ, গ্রেফতার ২

বেঙ্গালুরুর কেআর পুরম রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হলেন বিহারের এক মহিলা। গত ২ এপ্রিল, গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযোগ, তাঁর ভাইকে আটকে রেখে অভিযুক্তরা মহিলাকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে  নির্যাতন চালায়।

Advertisement
ভাইকে আটক রেখে মহিলাকে রেলস্টেশনের পাশে টেনেহিঁচড়ে ধর্ষণ, গ্রেফতার ২
হাইলাইটস
  • বেঙ্গালুরুর কেআর পুরম রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হলেন বিহারের এক মহিলা।
  • গত ২ এপ্রিল, গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বেঙ্গালুরুর কেআর পুরম রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হলেন বিহারের এক মহিলা। গত ২ এপ্রিল, গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযোগ, তাঁর ভাইকে আটকে রেখে অভিযুক্তরা মহিলাকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে  নির্যাতন চালায়।

ঘটনার বিস্তারিত বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মহিলা কেরালায় কাজ করতেন এবং বিহারে নিজের শহরে ফিরছিলেন। তিনি তাঁর ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরু রেলস্টেশনে পৌঁছান। রাত ১টা ৩০ মিনিট নাগাদ দুজন খাবার কিনতে মহাদেবপুরা এলাকার দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই দুই ব্যক্তি তাঁদের পথ আটকে দাঁড়ায়।

একজন অভিযুক্ত মহিলার ভাইকে জোরপূর্বক আটক করে রাখে, আর অন্যজন মহিলাকে টেনে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।

অভিযুক্তদের গ্রেফতার
স্থানীয় বাসিন্দারা মহিলার চিৎকার শুনে এগিয়ে আসেন এবং একজন অভিযুক্তকে ধরে ফেলেন। পরবর্তীতে পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে রাতের টহলরত মহাদেবপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করে।

দুই অভিযুক্তের নাম আসিফ ও সৈয়দ মুশার। দুজনেই কর্ণাটকের কোলারের মুলাবাগিলু শহরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, আসিফ সরাসরি মহিলার ওপর যৌন নির্যাতন চালায়, আর সৈয়দ মুশার ভুক্তভোগীর ভাইকে আটক রাখে।

আইনি ব্যবস্থা ও তদন্ত
এই বর্বরোচিত ঘটনায় মহাদেবপুরা থানায় মামলা দায়ের করা হয়েছে। বেঙ্গালুরু পুলিশের হোয়াইটফিল্ড ডেপুটি কমিশনার জানিয়েছেন, আসিফের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ আনা হয়েছে, এবং সৈয়দ মুশারের বিরুদ্ধে মহিলার ভাইকে আটকে রাখার অভিযোগ রয়েছে।

 

POST A COMMENT
Advertisement