Former bjp mla Raghvendra Singh: 'আমাদের দুটো মেয়ে নিয়েছে, তোমরা দশটা মুসলিম মেয়ে আনো', প্রাক্তন BJP বিধায়কের বিতর্কিত মন্তব্য

উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে প্রাক্তন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র সিংয়ের এক বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। বক্তব্যে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে বলেন, 'ওরা আমাদের দুই মেয়েকে নিয়ে গেছে, তোমরা ১০ জন মুসলিম মেয়েকে নিয়ে এসো।'

Advertisement
'আমাদের দুটো মেয়ে নিয়েছে, তোমরা দশটা মুসলিম মেয়ে আনো', প্রাক্তন BJP বিধায়কের বিতর্কিত মন্তব্য
হাইলাইটস
  • উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে প্রাক্তন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র সিংয়ের এক বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে।

উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে প্রাক্তন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র সিংয়ের এক বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে। বক্তব্যে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে বলেন, 'ওরা আমাদের দুই মেয়েকে নিয়ে গেছে, তোমরা ১০ জন মুসলিম মেয়েকে নিয়ে এসো।'

কী বলেছেন রাঘবেন্দ্র সিং?
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ডুমারিয়াগঞ্জের প্রাক্তন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র সিং ধনখরপুর গ্রামে এক সভায় বলেন, 'ওরা আমাদের সমাজের দুই মেয়েকে নিয়ে গেছে। তোমরা ১০ জন মুসলিম মেয়েকে নিয়ে এসো। আমরা দু’জনের জন্য ১০ জনের কম নেব না। যারা আসবে, তাদের খাবার, থাকার ও কাজের ব্যবস্থা করব। আমরা এটা সহ্য করব না, এর প্রতিশোধ নেওয়া হবে। এই মোল্লা-মৌলবিদের বোঝা উচিত।'

এই বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে তিনি দাবি করেন, সম্প্রতি দুটি হিন্দু মেয়ের অপহরণ এবং এক হিন্দু ব্যক্তির হত্যার অভিযোগে তিনি ক্ষুব্ধ ছিলেন।

প্রাক্তন বিধায়কের অবস্থান
বিতর্কের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাঘবেন্দ্র সিং বলেন, 'আমি যা বলেছি, সেটি জনগণের যন্ত্রণা থেকে এসেছে। মুসলমানরা হিন্দু মেয়েদের অপহরণ করে, হিন্দুদের হত্যা করে, আর আমরা চুপ থাকব? সাম্প্রদায়িক সম্প্রীতির দায় শুধু হিন্দুদের নয়।' তিনি আরও দাবি করেন, তাঁর উদ্দেশ্য ছিল 'মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ করা', উস্কানি দেওয়া নয়।

‘মিনি পাকিস্তান’ মন্তব্য
ওই প্রাক্তন বিধায়ক আরও বলেন, 'যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার আগে ডুমারিয়াগঞ্জকে মিনি পাকিস্তান বলা হত। এবং সেখানকার বহু হিন্দু গ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভুগতেন। তাঁর দাবি, 'এই অঞ্চলের কিছু মুসলিম এখনও ভুল ধারণা পোষণ করেন, আমি তাদের সেই ধারণা ভাঙার জন্যই এমন মন্তব্য করেছি।'

প্রশাসনের পদক্ষেপ
ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশাসন বিষয়টি নজরে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওটির সত্যতা যাচাই চলছে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য গ্রামে নজরদারি বাড়িয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement