শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘উন্নয়ন ও সুশাসনের জয়’ বলে টুইট করলেন প্রধানমন্ত্রী।
এক্স-এ (X) পোস্ট করে তিনি দিল্লির 'ভাই বোনদের' ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘জনশক্তিই সর্বোচ্চ! উন্নয়ন ও সুশাসনের জয় হয়েছে।’
প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, রাজধানীর সার্বিক উন্নয়নে কোনও ফাঁক রাখা হবে না। তিনি বলেন, ‘দিল্লির উন্নয়নে আমরা কোনও ফাঁক রাখব না। শহরবাসীর জীবনযাত্রা আরও ভালো করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, দিল্লিকে বিকশিত ভারতের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে স্থান করে নিতে হবে।’
Jana Shakti is paramount!
— Narendra Modi (@narendramodi) February 8, 2025
Development wins, good governance triumphs.
I bow to my dear sisters and brothers of Delhi for this resounding and historic mandate to @BJP4India. We are humbled and honoured to receive these blessings.
It is our guarantee that we will leave no…
তিনি বিজেপি কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তাঁদের কঠোর পরিশ্রমের জন্য। মোদী বলেন, ‘এখন আমরা আরও বেশি উদ্যমের সঙ্গে দিল্লিবাসীর সেবা করব।’
I am so proud of each and every @BJP4India Karyakarta, who has worked very hard, leading to this outstanding result. We will work even more vigorously and serve the wonderful people of Delhi.
— Narendra Modi (@narendramodi) February 8, 2025
এদিন গণনা শুরুর পর থেকেই ট্রেন্ড একেবারে স্পষ্ট হয়ে যায়। বিজেপি ৪৭টি আসনে এগিয়ে(প্রতিবেদন লেখার সময়)। পিছিয়ে থাকা আম আদমি পার্টি (AAP) পেয়েছে ২৩টি আসন। বিজেপি নেতৃত্বের দাবি, এই জয় প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রতি জনতার আস্থার প্রতিফলন। মুসলিমপ্রধান অঞ্চল মুস্তাফাবাদ ও ওখলাতেও বিজেপির ভিত শক্ত হচ্ছে, যা ভোটের আচরণে বড় বদল বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, অরবিন্দ কেজরিওয়াল নিজের আসনে কঠিন লড়াইয়ের মুখে। আম আদমি পার্টির হারের ফলে তাঁর নেতৃত্ব নিয়ে দলীয় চাপ বাড়তে পারে। যদিও চূড়ান্ত ফল এখনো ঘোষণা হয়নি, তবে দিল্লির রাজনৈতিক সমীকরণ স্পষ্টতই বিজেপির দিকে ঝুঁকছে।