Waqf Amendment Bill 2024: শুনেছি, কলকাতার ফোর্ট উইলিয়মও ওয়াকফ-এর সম্পত্তি: রবিশঙ্কর

ওয়াকফ কলকাতার ফোর্ট ইউলিয়ামকেও নিজেদের সম্পত্তি বলে দাবি করে। লোকসভায় ওয়াকফ সংশোধন বিল পেশের আলোচনায় বললেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। ওয়াকফের এই দাবিকে কটাক্ষ করেন বিজেপি নেতা। তিনি বলেন, "এরপর বলবেন পুরো হিন্দুস্তান আমাদের ওয়াকফ। এখানে তো আমাদের সম্রাট ছিলেন। প্রয়াগরাজ, ভোপাল, মুম্বই সব জায়গাকে ওয়াকফ বলে দাবি করছেন। এভাবে চলতে পারে না। তাই বদলের প্রয়োজন আছে।"  

Advertisement
শুনেছি, কলকাতার ফোর্ট উইলিয়মও ওয়াকফ-এর সম্পত্তি: রবিশঙ্করবিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ

ওয়াকফ কলকাতার ফোর্ট ইউলিয়ামকেও নিজেদের সম্পত্তি বলে দাবি করে। লোকসভায় ওয়াকফ সংশোধন বিল পেশের আলোচনায় বললেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। ওয়াকফের এই দাবিকে কটাক্ষ করেন বিজেপি নেতা। তিনি বলেন, "এরপর বলবেন পুরো হিন্দুস্তান আমাদের ওয়াকফ। এখানে তো আমাদের সম্রাট ছিলেন। প্রয়াগরাজ, ভোপাল, মুম্বই সব জায়গাকে ওয়াকফ বলে দাবি করছেন। এভাবে চলতে পারে না। তাই বদলের প্রয়োজন আছে।"  

ওয়াকফ সম্পত্তি প্রসঙ্গে আরও বলেন, "সংবিধানের ডাকে সাড়া দিচ্ছি সংবিধান দিয়েই। সংবিধানের ১৫ ধারায় এর বিধান রয়েছে। ২৫ ধারা উল্লেখ করা হয়েছে। আমার সাথে এর বিভাগ দু'টিও পড়ুন। যদি ওয়াকফ জমি নষ্ট হয়, লুট করা হয় বা দখল করা হয়, তাহলে সংবিধানের ২৫ ধারা আইন তৈরি করার অধিকার দেয়। এই বিল কোনওভাবেই অসাংবিধানিক নয়।"

বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে যুক্তি তুলে ধরেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বিরোধীদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন, 'একদিকে বলছে সংশোধন দরকার, আবার বলছে দরকার নেই—দুই বিপরীত মত কীভাবে একসঙ্গে সম্ভব?' তিনি সংবিধানের ১৫ নম্বর ধারা উল্লেখ করে বলেন, 'এই ধারা স্পষ্ট বলছে যে নারীদের সঙ্গে বৈষম্য করা যাবে না এবং পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়নে সরকার ব্যবস্থা নিতে পারে। এই বিলের মাধ্যমে যদি পিছিয়ে পড়া মুসলমানদের ওয়াকফ ব্যবস্থাপনায় সুযোগ দেওয়া হয়, তাহলে আপত্তির কারণ কী?' রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, 'সংবিধানের ২৫ নম্বর ধারা অনুযায়ী, যদি ওয়াকফের জমি লুটপাট হয় বা দখল হয়ে যায়, তবে আইন আনার অধিকার সরকারের রয়েছে। তাই এই বিল সংবিধান বিরোধী নয়।'  

পাশাপাশি, রবিশঙ্কর প্রসাদ ওয়াকফ বিল নিয়ে বিরোধীদের যুক্তিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। বলেছেন, "এটি ধর্মের সঙ্গে সম্পর্কিত বিষয় নয়। আমরা ওয়াকফ সম্পত্তি লুট হতে দেব না। ওয়াকফ বিল কোনও ধর্মের বিরুদ্ধে নয়। ৮ লক্ষ ওয়াকফ সম্পত্তি রয়েছে এবং এর কত জমি জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়? ভোটের রাজনীতিতে এর বিরোধিতা করতে বাধ্য হচ্ছে কংগ্রেস। ভোটের দর কষাকষি আর চলবে না। মুসলমানদের আদর্শ তারা নয় যারা ভোটের দর কষাকষি করে, তারা হলেন সানিয়া মির্জা এবং মহম্মদ শামি।"

Advertisement

POST A COMMENT
Advertisement