
মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল কেদারনাথ। যেখানে প্রতি বছর হাজার হাজার ভক্তদের ভিড় হয়।

দীপাবলির পর কার্তিক পূর্ণিমা তিথিতে বন্ধ হয় হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র এই তীর্থযাত্রা।

এই বছর ২৩ অক্টোবর চলতি বছরের শীতের মরশুমের জন্য বন্ধ হবে এই পবিত্র মন্দির।

দিওয়ালি উপলক্ষ্যে কেদারনাথ মন্দির সাজানো হয়েছে ফুল দিয়ে।

কেদারনাথ মন্দিরের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইটে সেই ছবি শেয়ার করা হয়েছে।

অপূর্ব সেই দৃশ্য দেখে মুগ্ধ নেট নাগরিকরা। বাবা কেদারনাথের মন্দিরে ভক্তেরা এই বছরের মতো শেষবার আশীর্বাদ নিতে গিয়েছেন।

এপ্রিল মাস পর্যন্ত বাবা কেদারনাথ মন্দির বন্ধ রাখা হয়।

মে মাসে খোলা হয় এই মন্দির। সেই সময় থেকে শুরু হয় চারধাম যাত্রা।

মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল কেদারনাথ ধাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮৪ মিটার উঁচুতে অবস্থিত কেদারনাথ মন্দিরের চারপাশে বরফে ঢাকা পর্বতশ্রেণী।

পুরাণ অনুসারে পাণ্ডবরা এই মন্দির প্রতিষ্ঠা করেন। পরে মন্দিরটির পুনরুদ্ধার করেন আদি শংকরাচার্য।

শীতকালে মন্দির বন্ধ হওয়ার সময় শিবলিঙ্গকে নীচে উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে নামিয়ে আনা হয়। সেখানেই ছয় মাস কেদারনাথের আরাধনা করা হয়।