Advertisement
দেশ

Cyclone Alert: দীপাবলির আগেই সাইক্লোন? বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়ার আপডেট

  • 1/10

দীপাবলির আগে আগেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমন আশঙ্কার কথাই শোনাল মৌসম ভবন। 

  • 2/10

আগামী সপ্তাহে উত্তর ভারত মহাসাগরে সাইক্লোন তৈরির আশঙ্কা করা হচ্ছে। 

  • 3/10

আবহাওয়া দফতর এ-ও আশঙ্কা করছে যে, ২৩ ও ২৪ অক্টোবর বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণিঝড় সংক্রান্ত পরিস্থিতি তৈরির সম্ভাবনা বাড়তে পারে।

Advertisement
  • 4/10

মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২০ অক্টোবর নাগাদ উত্তর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যা ওড়িশা উপকূলের কাছে অবস্থান করতে পারে।

  • 5/10

আবার আরব সাগরেও ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে অনেক বিশেষজ্ঞের মতে, সেই সম্ভাবনা ক্ষীণ। 

  • 6/10

ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা হতেই সতর্ক করেছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর এবং আরব সাগরে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র। 

  • 7/10


অন্য দিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে,  আজ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই। 

Advertisement
  • 8/10

 ১৯ ও ২০ অক্টোবর দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২২ অক্টোবর দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

  • 9/10

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং-সহ উত্তরের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 10/10

ঘূর্ণিঝড় তৈরি হলে, কোন দিকে অভিমুখ হবে, বা কবে আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement