
সারা দেশে পালিত হচ্ছে রঙের উৎসব হোলি।
ছবি: তারিক লোন।

রাজধানী দিল্লি থেকে জম্মু-কাশ্মীর পর্যন্ত রং দিয়ে পারস্পরিক সৌহার্দ্যের বিনিময় করছেন মানুষ।
ছবি: তারিক লোন।

দেশের উত্তরের সীমান্তে রঙের উৎসব সামিল হয়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্যরাও।
ছবি: তারিক লোন।

বিএসএফ, দেশের প্রথম প্রতিরক্ষা লাইন বলা হয় যাকে, পাকিস্তান লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নিযুক্ত জওয়ানরাও আজ হোলিতে রঙের খেলায় মেতেছেন।
ছবি: তারিক লোন।

৭ মার্চ মঙ্গলবার ছোট করে হোলি ও হোলিকা দহন পালিত হয়।
ছবি: তারিক লোন।

হোলি উপলক্ষে কাশ্মীরের বডগাম, হমহামা বিএসএফ সদর দপ্তরে রঙের খেলায় মাতলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্যরা।
ছবি: তারিক লোন।

রঙের উৎসবে বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্যরা স্থানীয়দের হোলির শুভেচ্ছাও জানিয়েছেন।
ছবি: তারিক লোন।

নিজেদের পরিবার থেকে কয়েকশো মাইল দূরে দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব সামলানোর পাশাপাশি রঙের উৎসবে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
ছবি: তারিক লোন।

হমহামা বিএসএফ সদর দপ্তরে রঙের উৎসবে বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্যরা।
ছবি: তারিক লোন।

ছবি: তারিক লোন।