Tollywood Gossip: টলিপাড়ায় কার কখন সংসার ভাঙে আবার কখন জোড়ে তা বোঝা বড় মুশকিল। কেউ ডিভোর্স চর্চা নিয়ে মুখে কুলুপ আঁটেন আবার কেউ কেউ তা প্রকাশ্যে নিয়ে আসেন। সেরকমই টলিপাড়ার এক অভিনেতার সংসার ভাঙার খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছিল।
Madhubani Goswami: ছোটপর্দাকে অনেক আগেই বিদায় জানিয়েছেন মধুবনী গোস্বামী। মাঝে টুকটাক কাজ করলেও তাঁর প্রধান পেশা এখন ডেইলি ভ্লগিং, নিজের পার্লার আর সম্প্রতি শুরু করেছেন ব্যাগের ব্যবসাও। আর এইসব নিয়েই মাঝে মধ্যেই মধুবনী বিতর্কের কেন্দ্রে থাকেন।
Bengali Serial BARC 2025 Week 41st TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়।
Rooqma Ray: ছোটপর্দা থেকে অনেকদিনই দূরে রুকমা রায়। শেষ তাঁকে ঋষি কৌশিকের সঙ্গে একটি সিরিয়ালে দেখা গেলেও তারপর আর তাঁর পাত্তা পাওয়া যায়নি। এমনিতেই পায়ের তলায় সর্ষে অভিনেত্রীর। ঘুরতে ভীষণ ভালোবাসেন। অক্টোবরের প্রথমদিকেই থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন।
Pijush Ganguly Death: টলিউডের জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। যিনি ছোটপর্দায় দাপটের সঙ্গে কাজ করে গিয়েছে। তাঁর অভিনীত যকের ধন এখনও দর্শকদের মনে জায়গা করে রয়েছে। অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেনদের মতো নির্দেশকদের পরিচালনায় টেলিফিল্ম এবং ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। জীবনের শেষ কটা দিন চুটিয়ে টেলিভিশন সিরিয়ালে অভিনয় করছিলেন।
টেলিপাড়ার চেনা মুখ সোমাশ্রী ভট্টাচার্য। সিরিয়াল থেকে ওয়েব সিরিজ সবেতেই সোমাশ্রী কাজ করেছেন চুটিয়ে। অভিনয়ের পাশাপাশি সোমাশ্রী সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। নিজের ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্ত তিনি শেয়ার করে থাকেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে।
প্রয়াত ভারতের বিজ্ঞাপন দুনিয়ার কিংবদন্তি পীযূষ পাণ্ডে। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গত চার দশকেরও বেশি সময় ধরে কাজের মাধ্যমে ভারতের বিজ্ঞাপনের ভাষা, ভঙ্গি ও ভাবনা বদলে দিয়েছিলেন তিনি।
Mamata Banerjee Kali Puja: ভীষণভাবে আধ্যাত্মিক মমতা বন্দ্যোপাধ্যায়, এ কথা কারোরই অজানা নয়। প্রতি বছরই তাঁর কালীঘাটের বাড়িতে নিষ্ঠা সহকারে মায়ের আরাধনা করা হয়। নিজের হাতে ভোগ রান্না করা থেকে শুরু করে পুজোর যাবতীয় কাজ একা হাতেই সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সময় যত বেড়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে নেতা-মন্ত্রী ছাড়াও দেখা গিয়েছে টলিপাড়ার তারকাদের।
KBC-তে অমিতাভ বচ্চনের সামনে বসে উদ্ধত আচরণ করার কারণে খবরের শিরোনামে এসেছিল ১০ বছরের ঈশিত ভাট। চর্চা হয়েছিল তার বাবা-মায়ের দেওয়া শিক্ষা নিয়েও। এবার তার বয়ানে একটি ক্ষমা প্রার্থনা ভাইরাল হয়েছে। সত্যিই কি ক্ষমা চেয়ে নিল সেই শিশু প্রতিযোগী?
টলিপাড়ায় ফিটনেস ফ্রিক বলেই পরিচিত জুন আন্টি তথা ঊষসী চক্রবর্তী। নিজের ফিটনেসের সঙ্গে কোনও কিছুই আপোস করেন না তিনি। ঊষসীকে শেষবার ছোটপর্দা দেখা গিয়েছিল 'রোশনাই' ধারাবাহিকে। অভিনেত্রীকে নিয়ে মাঝে মধ্যেই আলোচনা হয়।
কিছুদিন আগেই দিতিপ্রিয়া রায় জানিয়েছিলেন যে তাঁর নাকের অস্ত্রোপচার হবে। যার জেরে তিনি শ্যুটিং থেকেও বিরতি নিয়েছিলেন। তবে সুস্থ হয়ে ফিরেছেন কাজে। এখন অনেক কঠিনতার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে দিতিপ্রিয়াকে। কারণ এখনও সম্পূর্ণ সুস্থ হননি তিনি।