Bengali Serial BARC 2025 Week 33rd TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়।
DBD Grand Finale: প্রায় প্রত্যেক সপ্তাহান্তেই 'ডিবিডি'-এর মঞ্চে যেন বসে চাঁদের হাট। একই মঞ্চে হাজির থাকতেন তাবড় তারকা। এবার একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে এই শো। শ্যুটিং অনেক আগে হয়ে গেলেও, এই সপ্তাহান্তেই সম্প্রচার হবে গ্র্যান্ড ফিনালে।
Diripriya Roy: পর্দার অপর্ণা বড়লোক ব্যবসায়ী আর্যকে মন দিলেও বাস্তবের দিতিপ্রিয়া কিন্তু চুটিয়ে প্রেম করছেন ফুটবলারের সঙ্গে। কিছুদিন আগেই জন্মদিন পালন করেন দিতিপ্রিয়া। এই বছর ২৩ বছরে পা দিলেন নায়িকা। শ্যুটিংয়ের বাইরে খুবই ঘরোয়া গোছের মেয়ে তিনি।
Sairity Banerjee: টেলিভিশন ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত মুখ সৈরিতী বন্দ্যোপাধ্যায়। একাধিক সিরিয়ালে সৈরিতী অভিনয় করে নজর কেড়েছেন। তবে শুধু সিরিয়ালেই সীমাবদ্ধ নয়, ওয়েব সিরিজেও অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসিত। এরই সঙ্গে সৈরিতী ভীষণভাবে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়।
Television Actress: টেলিভিশনে একচেটিয়া অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন নায়িকা শ্বেতা ভট্টাচার্য। কিন্তু কখনই নায়িকাকে দেখবেন না সাহসী অবতারে অথবা শর্ট পোশাকে। 'কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালের নায়িকা সব সময়ই শালীনতা বজায় রাখতেই ভালোবাসেন। আসলে বাংলা থেকে হিন্দি যে কোনও ভাষার সিনেমা বা সিরিয়ালের অভিনেত্রীকে বোল্ড অবতারে হামেশাই দেখা যায়।
Bengali Serial: নতুন ট্রেন্ড অনুযায়ী কয়েক মাসের মধ্যে সিরিয়াল শেষ করে দিতে হবে। আর যে কারণে বেশ কিছু ধারাবাহিক কয়েক মাস চলার পরই বন্ধ হয়ে গিয়েছে। সম্প্রতি জি বাংলার দু-তিনটে সিরিয়াল বন্ধ হওয়ার খবর সামনে এসেছে। এবার স্টার জলসার এক সিরিয়াল বন্ধ হচ্ছে।
Bengali Television News: বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক।
Bengali Serial Video: নিশা ও উজি এখন টেলিভিশনের দর্শকদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। এই দুই চরিত্রে দেখা যাবে শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতিকে। প্রোমোতে দেখা যাচ্ছে পুলিশের হাত থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ মেরেছেন দুই অভিনেত্রী।
Bengali Serial BARC 2025 Week 32nd TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়।
Madhubani-Raja: টেলিপাড়ার জনপ্রিয় জুটি মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী। মধুবনী বহু বছর আগেই অভিনয় পেশা ছেড়ে দিয়েছিলেন। তবে সম্প্রতি চিরসখা সিরিয়ালে তাঁকে কামব্যাক করতে দেখা যায়, এই সিরিয়ালেই অভিনয় করছেন রাজাও। অভিনয়ের পাশাপাশি রাজা ও মধুবনী তাঁদের ব্যবসাও শুরু করেছেন। সম্প্রতি তাঁরা নতুন এক ব্যবসা শুরু করেন, যার খবর সোশ্যাল মিডিয়ায় ঘোষণাও করেন এই দম্পতি।
Devlina Kumar: বাবা রাজনীতিবিদ আর মেয়ে টলিউডের অভিনেত্রী। মেয়ে অন্ত প্রাণ বাবা দেবাশিস কুমারের। তৃণমূলের বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা অনেক দিন ধরেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। নানা ছবিতে, ছোট পর্দায়, ওয়েব সিরিজে ইতিমধ্যেই হাত পাকিয়ে ফেলেছেন দেবাশিস-কন্যা।