Bengali Serial Updates: রেটিং চার্টে বিরাট প্রভাব না ফেলতে পারলেও, বহু সপ্তাহেই প্রথম দশের মধ্যেই থাকে 'কনে দেখা আলো'। এমনকী, এই ধারাবাহিক বেশ চর্চিত।
Srijla Guha: টেলিপাড়ার জনপ্রিয় মুখ সৃজলা গুহ। যিনি ছোটপর্দায় মিষ্টি 'পিহু' নামেই পরিচিত। যদিও বেশ কয়েক বছর ধরেই অভিনেত্রী ছোটপর্দার বাইরে রয়েছেন। 'মন ফাগুন' সিরিয়ালে শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে সৃজলার 'পিহু' চরিত্রটি এখনও দর্শকেরা মনে রেখেছেন।
Jeetu Kamal: বহু বছর পর টেলিভিশনে ফিরেছেন জিতু কমল। তাঁকে এখন আর্য সিংহ রায়ের চরিত্রে দেখা যাচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালে। টিআরপি তালিকায় এই সিরিয়াল বেশ ভাল স্থানেই রয়েছে। অভিনয় পেশার পাশাপাশি জিতু সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন।
টলিপাড়ায় কখন কী ঘটে তা বলা বড় মুশকিল। কে কার সঙ্গে বিয়ে করছে আবার কে পরকীয়ায় জড়িয়েছে, হামেশাই এ ধরনের খবর শোনা যায় ইন্ডাস্ট্রিতে। তবে গত বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় যে বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে, তা হল সমকামী বিয়ে।
Bangla Band Parash Pathar: ২০ বছর পর ফিরছে বাংলার একদা জনপ্রিয় ব্যান্ড পরশপাথর। যে ব্যান্ডের গানগুলি কলেজ জীবনে সকলেরই প্রিয় ছিল। আর্চিস গ্যালারি হোক বা ইচ্ছে ডানা, এখনও অনেকের প্লে লিস্টে এই গানগুলো বাজে। দু দশক আগে পর্যন্ত বাংলা ব্যান্ড হিসেবে পরশপাথর বাকিদের চেয়ে অনেকটাই এগিয়েছিল।
একদা টেলিপর্দার জনপ্রিয় মুখ ছিলেন স্বরলিপি চট্টোপাধ্যায়। গেম শোয়ের সঞ্চালনা করেই বাঙালির ঘরে ঘরে চেনা মুখ হয়ে ওঠেন তিনি। এরপর সিরিয়ালে অভিনয় করে নিজের পা ইন্ডাস্ট্রিতে আরও জমিয়ে ফেলেন তিনি। কিন্তু আচমকাই নিজেকে গ্ল্যামার দুনিয়া থেকে সরিয়ে ফেলেন স্বরলিপি।
Bengali Serial Ends: যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। জি বাংলার নতুন মেগা 'তারে ধরি ধরি মনে করি' আসার খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক?
Bengali Serial BARC 2025 Week 48th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়।
টলিপাড়ার চেনা মুখ সম্পূর্ণা লাহিড়ী। সিনেমা থেকে সিরিয়াল, ওটিটি সব ক্ষেত্রেই সম্পূর্ণা কাজ করে নিয়েছেন। বছরের মাঝে সম্পূর্ণা হারিয়েছেন তাঁর বাবা নীলাদ্রি লাহিড়ীকে। যিনি বাংলা ছোটপর্দার অতি পরিচিত মুখ ছিলেন।
সামনে বিশাল বড় বড় বহুতল আর ঠিক তার সামনে দাঁড়িয়ে খোলা পিঠে এই অভিনেত্রী। পিঠ খোলা পোশাকে তিনি সকলের নজর কেড়েছেন। তবে খোলা পিঠে এই নায়িকা যে ট্যাটুটি ফ্লন্ট করছেন, সেই ট্যাটু অনেকেরই চেনা এবং এই সেভেন চক্রের ট্যাটুর মালকিনও টেলিপাড়ায় খুবই পরিচিত মুখ।
Actress Dipannita Rakshit News: স্টুডিওপাড়ায় খবর ছিল, নতুন ধারাবাহিকে কাজ করবেন তিনি। এরই মধ্যে মিলল সুখবর। নতুন জীবনে পা রাখতে চলেছেন অভিনেত্রী।