রমজান শেষে খুশির ইদ পালন হচ্ছে সোমবার গোটা বিশ্বজুড়ে। আর এইদিনটা ঘিরে নুসরাত জাহানের লুকস দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। ইদের আগেই মুক্তি পেয়েছে নুসরত ও শাকিব খানে চাঁদমামা গানটি। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল। শাকিব খানের সঙ্গে তাঁর মাখোমাখো রোম্যান্টিক ‘ইদি’তে মজে দুই বাংলার অনুরাগীমহল। আর ইদের দিন যশ ও নুসরতকে দেখা গেল দরগাতে। সেখান থেকেই সকলের উদ্দেশ্যে ইদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। আর এই ছবি ঘিরে সরগরম নেট দুনিয়া। যশ দরগা থেকে ইদের শুভেচ্ছা জানাতেই তাঁর কমেন্ট বক্স ভরে উঠল জয় শ্রী রাম ধ্বনিতে।
সোমবার ইদ উপলক্ষ্যে যশ যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে তাঁকে কালো রঙের জোব্বা জিলবাব পরতে। মাথায় বাঁধা সৌদি স্টাইলে বান্দানা, চোখে সানগ্লাস। দরগা চত্ত্বর থেকেই পোজ দিয়ে ছবি তুলেছেন যশ। আর এই ছবি পোস্ট করে যশ সকলকে ইদ মুবারক জানিয়েছেন। ইদের শুভেচ্ছা অভিনেতার থেকে আসার পরই তাঁর কমেন্ট বক্স ভরে যায় জয় শ্রীরাম ধ্বনিতে। কেউ বা আবার লিখেছেন, ‘এভাবেই নিজের ধর্মের বিনাশ করে এঁরা।
অপরদিকে, একই দরগায় পোজ দিয়ে ছবি তুলেছেন নুসরত জাহান। তিনি পরেছিলেন নীল রঙের ঢিলেঢালা ঢাকা পোশাক। যার পোশাকি নাম খিমার। তবে যশের মতো নুসরতকে কেউ কটাক্ষ করেননি। বরং তাঁকে সকলে পাল্টা ইদের শুভেচ্ছা জানিয়েছেন। আসলে চলতি বছরে কিছুদিনের জন্য সৌদি-আরবে গিয়েছিলেন তাঁরা। সেখানকারই কোনও এক দরগায় ছবি তুলেছিলেন যশ-নুসরত। সেই ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন তারকাযুগল।
প্রতিবছর ইদে বিশেষ পরিকল্পনা থাকে নুসরত জাহানের। পরিবারের সকলের সঙ্গে উদযাপন করেন। এলাহি খানাপিনার আয়োজনও থাকেন। নিজে হাতে বিরিয়ানি তৈরি করেন নুসরত। চাঁদনি রাতে মেহেন্দিতে হাত সাজান। এই বছরও পরিবারের সঙ্গেই ইদ পালন করবেন নুসরত। রাতে নুসরত-যশের বাড়িতে অতিথিরা আসবেন, সবার জন্য বিরিয়ানি রান্না করবেন নুসরত। প্রসঙ্গত, যশ-নুসরতের ছবি আড়ি আসছে খুব শীঘ্রই।