বড়দিনে মুক্তি পাচ্ছে কোন ছবি?হিন্দি বা বাংলা ছবির মুক্তির ক্ষেত্রে আগে শুক্রবারের দিনটাই ছিল নির্দিষ্ট। কিন্তু বেশ কিছু বছর ধরে সেই চেনা দৃশ্য বদলে গিয়েছে। এখন উৎসবের মরশুমে বাঙালিদের হলমুখী করতে ছবি মুক্তির ক্ষেত্রে এই সময়কালকেই বেছে নেওয়া হচ্ছে। এ বছরও পুজোর সময় মুক্তি পেয়েছে একাধিক ছবি, দিওয়ালী-ভাইফোঁটা উপলক্ষ্যেও ছবি মুক্তি হয়েছে। এবার বাকি আছে বড়দিন। এইদিনও কিছু ছবি মুক্তির কথা রয়েছে। যার অপেক্ষা করে রয়েছেন দর্শকেরা।
তবে সব ছবি যাতে ঠিকঠাক মতো ব্যবসা করতে পারে তার জন্য সম্প্রতি আচোনা ডাকা হয়েছিল ইম্পার পক্ষ থেকে। বড়দিনের ছবি মুক্তি নিয়ে এদিন আলোচনা হয়। আর সেখানেই সভাপতি পিয়া চক্রবর্তী জানান যে এ বারের বড়দিনে ৫টি ছবি মুক্তির কথা থাকলে ৩টি ছবি মুক্তি পাবে। সেগুলো কী কী? ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ৩টি ছবি। তার মধ্যে রয়েছে পরিচালক অভিজিৎ সেনের ‘প্রজাপতি ২’, অরিন্দম শীলের ‘মিতিন মাসি’ এবং হয় সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, নয় তো শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির ‘বিজয়নগরের হিরে’ মুক্তি পাবে।
এই দুটি ছবির মধ্যে কোনটি মুক্তি পাবে তা কিছুদিনের মধ্যেই জানা যাবে। যে ছবিগুলি বড়দিনে মুক্তি পাবে না সেগুলি মূলত নতুন বছরে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে ২৩ জানুয়ারি ছবিগুলি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। তার মধ্যে এসভিএফের একটি ছবি থাকবে। উইনডোজের পক্ষ থেকেও নিশ্চিত করে জানানো হয়েছে যে অরিত্র মুখোপাধ্যায়ের ভানুপ্রিয়া ভূতের হোটেল আগামী বছর ২৩ জানুয়ারি মুক্তি পাবে। এই বৈঠকে পরিচালক-প্রযোজকরা ছাড়াও উপস্থিত ছিলেন হল মালিকেরাও। আগামী বছরের ছবিমুক্তি নিয়ে পিয়া আরও জানিয়েছেন, নভেম্বরে ফের কমিটির বৈঠক বসবে। সেখানে আগামী বছর কোন সময়ে কী কী ছবি মুক্তি পাবে তার একটি তালিকা তৈরি করা হবে। সেই তালিকা প্রকাশ্যে আসবে ২০২৬-এর শুরুতে।
পুজোর সময় চার চারটে ছবি মুক্তি পাওয়া নিয়ে দর্শকদের মধ্যেও বিভ্রান্তি ছিল কোন ছবিটা তাঁরা দেখবেন। হল বন্টন নিয়েও বৈষম্য দেখা গিয়েছিল। যা নিয়ে পরিচালক-প্রযোজকদের মধ্যে ঠান্ডা লড়াই চলেছে। শো টাইম নিয়েও সমস্যা দেখা দিয়েছে। তাই একাধিক ছবির বদলে অল্প কিছু ছবি মুক্তি পেলে তা দর্শক, সিনেমা হলের মালিক ও পরিচালক-নির্মাতাদের মুখেও হাসি ফোটাবে। বড়দিনে তিনটি ছবিই ভাল প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনী সময় পাবে। তিনটি ছবি মুক্তি পেলে মাল্টিপ্লেক্স তো বটেই, সিঙ্গল স্ক্রিনের হলমালিকদেরও সমস্যা হয় না। তাঁর উদাহরণ কোয়েল মল্লিকের ‘স্বার্থপর’।