
পেশাদার জীবনের বাইরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয় না। সারেগামাপার মঞ্চ দিয়ে উত্থান তাঁর। অল্প দিনেই দর্শকদের নজর এবং মন দুই কেড়ে নেন তিনি তাঁর গান, গুণ দিয়ে। রিয়্যালিটি শো-এর পরও তাঁর জনপ্রিয়তা কমেনি। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর দুর্নিবার সাহা টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক মোহর তথা ঐন্দ্রিলা সেনের প্রেমে। সেই প্রেম পরিণতি পায় বিয়েতে আর এখন তো এক সন্তানের মা-বাবা তাঁরা। তা বলে কি প্রেম কমে গিয়েছে? না, একেবারেই নয়। স্ত্রী মোহরের সঙ্গে দুর্নিবার চুটিয়ে প্রেম করছেন এখনও। তারই ঝলক পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এক ছবিতে।
ঐন্দ্রিলা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে প্রসেনজিতের ব্যক্তিগত সহায়ককে দেখা গিয়েছে রাণী কালারের শাড়িতে। তাঁর পাশে বসা দুর্মিবার পরেছেন সাদা রঙের ডিজাইন করা পাঞ্জাবি। দেখেই বোঝা যাচ্ছে তাঁরা কোনও অনুষ্ঠানে এসেছেন। আর সেখানেই মোহরের গালে ভালবাসার চুমু দিচ্ছেন দুর্নিবার। আর স্ত্রী মোহরের ঠোঁটে এক চিলতে মিষ্টি হাসি। এই ছবি পোস্ট হতেই ফের ট্রোলড হলেন দুর্নিবার ও মোহর। এই পোস্টে যদিও একজনই কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, প্রকাশ্যে এত প্রেম ঠিক নয়। দুরত্ব বজায় রাখুন।
যদিও মোহর ও দুর্নিবার দুজনের কেউই এইসব ট্রোলিংকে পাত্তা দিতে চান না। একেবারে নিজেদের মতো করে জীবনকে গুছিয়ে নিয়েছেন তাঁরা। এখন দুর্নিবার ও মোহর ব্যস্ত তাঁদের ছেলে ধিয়ানকে নিয়ে। গত বছরের জুলাইতে ধিয়ানের অন্নপ্রাশনের সময়ই তাকে সকলের সামনে আনেন এই তারকা দম্পতি। ছোট্ট একরত্তিকে দেখতে একেবারেই মায়ের মতো। মাঝে মধ্যেই ধিয়ানকে নিয়ে ছবি পোস্ট করেন মোহর ও দুর্নিবার। প্রসঙ্গত, ২০২৩-এর দেবীপক্ষের প্রথম দিনে খুশির খবর আসে মোহর-দুর্নিবারের থেকে। সেই বছর ৯ মার্চ ঘটা করে বিয়ে হয় তাঁদের। আর বিয়ের ৭ মাসের মধ্যেই সুখবর শোনান মোহর।
দুর্নিবার আর মোহরের বিয়েটা নিয়ে কম কটাক্ষ হয়নি। যা নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছিল দুজনেই। গানের জগতে দুর্নিবার রয়েছেন প্রথম সারিতেই। আর মোহর কাজ করছেন দীর্ঘদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বুম্বাদার সহকারী তিনি। ২০১৭ সালে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিয়ে হয়েছিল দুর্নিবার। একসঙ্গে থাকছিলেনও তারপর। এরপর ২০২১ সালে বেশ ঘটা করে সামাজিক বিয়েটাও হয়ে যায় তাঁদের। কিন্তু সেই অনুষ্ঠানিক বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ২০২২ এর মাঝামাঝি সময়ে এসে তা ভেঙে যায়। প্রায় এক বছর প্রেম করার পর ২০২৩ সালের ৯ মার্চ নতুন ঘর বাঁধলেন দুর্নিবার ভালোবাসার মানুষ ঐন্দ্রিলার সঙ্গে। আর সেই বিয়ে নিয়ে সমালোচনা-কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁদের। তবে এখন সবই অতীত, ছেলেকে নিয়ে সুখে সংসার করছেন ঐন্দ্রিলা-দুর্নিবার।