টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করলেও ওয়েব সিরিজের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি দুধর্ষ ডান্সারও তিনি। নাচের ঝলক মাঝে মাঝেই দেখা যায় তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। তবে টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী কিন্তু একজন পেশাদার মনোবিদ। এখনও অভিনয়ের পাশাপাশি তিনি প্র্যাকটিস করে চলেছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সন্দীপ্তা জানিয়েছেন মনোবিদদের আসলে কোন নজরে দেখেন সাধারণ মানুষেরা।
সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে সন্দীপ্তা বলেন, 'আমাকে তো অনেকে খিল্লি করে পাগলের ডাক্তার বলে। খুব দুঃখজনক বিষয়টি। এটৈ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি শহরে যেন একটু বেশি। তার কারণ আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিস করতাম তখন সেখানে অনেক গ্রাম থেকে অনেকে মায়েরা তাঁদের সন্তানদের নিয়ে আসত, তাঁরা সন্তানদের নিয়ে খুবই চিন্তিত। গ্রামের মানুষেরা তাঁদের সন্তানের মানসিক স্বাস্থ্য নিয়ে খুবই চেতনা বোধ রয়েছে।' এরপরই সন্দীপ্তা বলেন, 'শহরের ক্ষেত্রে কী হয় আমরা এত বেশি হিপোক্রিসি করি যে কী হবে গিয়ে, আমি একদম ঠিক আছি এরকম একটা ভাব।'
সন্দীপ্তার কথায়, 'মনের অবস্থা হয়তো খুবই খারাপ, কিন্তু সাইকোলজিস্টের কাছে যাব, এটা নিজেকে বোঝানোর যে চেষ্টা সেটা অনেকেই পারেন না। লোকে কী বলবে এটা ভাবতে ভাবতেই মানুষের অর্ধেকটা সময় চলে যায়।' প্রসঙ্গত, রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রিহ্যাবিলিটেশন সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন সন্দীপ্তা সেন। প্রায় এক বছর সেখানে ক্লিনিকে প্র্যাকটিসও করেছেন তিনি। লকডাউন থেকেই ইন্ডাস্ট্রির বন্ধুদের নানা সমস্যায় তাঁদের পরামর্শ দেওয়ার পাশাপাশি পেশাগতভাবে শুরু করেছেন এই কাজ।
অভিনয়ের পাশাপাশি এই কাজ তিনি এখনও চালিয়ে যাচ্ছেন। তবে সেটা হয়ত খুব কম। কারণ অভিনয়ের ব্যস্ততায় তিনি ঠিকমতো এই কাজে মনোযোগ দিতে পারেন না। ২০২৩ সালে বিয়ে করেছেন সন্দীপ্তা। ধারাবাহিকের হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তারপরে বহু চরিত্র, ওয়েব সিরিজ, ছোটপর্দা.. সব মিলিয়ে তিনি এখন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। 'দুর্গা' ধারাবাহিকের হাত ধরে শুরু হয়েছিল তাঁর পথচলা। বর্তমানে একাধিক ওয়েব সিরিজের বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন সন্দীপ্তা। বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।