টলিপাড়ার নতুন সেনসেশন কৌশানী মুখোপাধ্যায়। হঠাৎ করেই নায়িকার জীবন যেন ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে। বাণিজ্যিক ছবির গ্ল্যামারস হিরোইন থেকে কৌশানী এখন ডিগ্ল্যাম নায়িকা। রাজ চক্রবর্তীর 'প্রলয়', শিবপ্রসাদ-নন্দিতা রায়ের 'বহুরূপী' আর এখন সৃজিত মুখোপাধ্যায়ের 'কিলবিল সোসাইটি' ছবিতে দর্শকেরা নতুনভাবে দেখতে পাচ্ছেন কৌশানীকে। প্রসঙ্গত, সৃজিতের এই ছবির চর্চা প্রথম থেকেই। এই ছবিতে কৌশানীর সঙ্গে পরমব্রতর রয়েছে গভীর চুম্বনের দৃশ্য। আর তা নিয়েই সরগরম টলিপাড়া। বড়পর্দায় প্রথম চুমুর দৃশ্যে অভিনয় করবেন নায়িকা। কেমন অভিজ্ঞতা, নিজেই খেোলসা করলেন সৃজিতের নায়িকা পূর্ণা।
কিলবিল সোসাইটি-তে চুমুর দৃশ্য প্রসঙ্গে কৌশানী এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তাঁকে কোনও আলাদা করে প্রস্তুতি নিতে হয়নি। সেটে ইন্টিমেসি কোঅর্ডিনেটর থাকতেন, যিনি নায়িকাকে এই দৃশ্যে স্বচ্ছন্দ হতে অনেকটাই সাহায্য করেছেন। যদিও কৌশানী এই শটের আগে খুবই চাপে ছিলেন। কারণ এটাই পর্দায় প্রথম চুমু খাওয়া তাঁর। কৌশানীর কথায়, পরমব্রত ইমরান হাশমি, চুমু খেতে পারদর্শী। পর্দায় এর আগে অনেককেই চুমু খেয়েছেন। তবে একটা টেকেই চুমুর দৃশ্যের শ্যুট হয়ে যায়, কারণ আগেই নায়িকা পরিচালককে বলে দিয়েছিলেন তিনি রিটেক করবেন না।
এর আগের এক সাক্ষাৎকারে কৌশানী জানিয়েছিলেন যে তাঁর ও বনির মধ্যে অনস্ক্রিন চুমু খাওয়া নিয়ে চুক্তি হয়েছিল। তবে চিত্রনাট্যের খাতিরে কৌশানী এটা মেনে নিয়েছিলেন আর বনিও জানিয়েছলেন যে চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে এগুলো তাঁদের করতেই হবে। কৌশানী সংবাদমাধ্যমকে বলেন যে এই চুমুর দৃশ্যের অভিনয় বনির গ্রহণ করতে সময় লেগেছে। তবে বনি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে, বলে জানান কৌশানী।
প্রসঙ্গত, সৃজিতের এই কিলবিল সোসাইটি ছবির জন্য নায়িকা মেলা দুষ্কর হয়ে পড়েছিল। কারণ এই ছবিতে পরমের সঙ্গে গভীর চুম্বন দৃশ্যে অভিনয় করতে হবে নায়িকাকে। আর যে কারণে নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই কৌশানীর সঙ্গে পরিচালকের কথা হয় এবং ছবির কাহিনী শোনার পর চুমুর দৃশ্যে অভিনয় করতে রাজি হয়ে যান নায়িকা। ১১ এপ্রিল নববর্ষের আবহেই মুক্তি পাচ্ছে কিলবিল সোসাইটি।