গত বেশ কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রে রয়েছেন টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। প্রাক্তন সায়ন্ত মোদককে নিয়ে ভিডিও বার্তায় নানান অভিযোগ করেছেন দেবন্দ্রিমা। আবার প্রাক্তনের শেষ প্রাক্তন প্রেমিকার সঙ্গে দারুণ বন্ধুত্ব জমিয়ে ফেলেছেন নায়িকা। মুম্বইয়ের কাজ চুকিয়ে এখন আপাতত কলকাতায় থিতু হয়েছেন দেবচন্দ্রিমা। তবে এতকিছুর মাঝে নিজেকে সিঙ্গল বলেই দাবি করে আসছিলেন। কিন্তু এবার মনে হয় প্রেমের ইস্তেহার প্রকাশ করলেন নায়িকা।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘিবলি জ্বরে আক্রান্ত। সাধারণ মানুষ থেকে টলিউড তারকা কেউই বাদ নেই। আর সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন দেবচন্দ্রিমা। সম্প্রতি নায়িকা ঘিবলি আর্টের সাহায্যে বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে নিজের বেশ কিছু মুহূর্তের ছবি পোস্ট করার পাশাপাশি ঘিবলির সাহায্যে নায়িকা নিজের সঙ্গে এক ব্যক্তিরও ছবি দিয়েছেন। আর সেই ছবি দেখেই নেটপাড়ায় চর্চা তুঙ্গে। নেটিজেনরা মনে করছেন দেবচন্দ্রিমা তাঁর প্রেমিকের সঙ্গেই পরিচয় করালেন এভাবে। এই সব ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, ‘আমাদের মনের কথা প্রকাশ্যে আনতে ‘ঘিবলি’ না বুঝেই সাহায্য করল।’
নায়িকার এই লেখা দেখার পর জল্পনা আরও বেড়েছে। উল্লেখ্য, তিনি একগুচ্ছ ছবি দিয়েছেন সোশাল মিডিয়ায়। তার মধ্যে একটি ছবিতে যুগলকে দেখা যাচ্ছে। সবকটি অ্যানিমেটেড ভার্সান হওয়ায় ব্যক্তিকে চেনা যায়নি। আর সেটাই নাকি নিশ্চিন্ত করেছে অভিনেত্রীকে। আর এভাবেই দেবচন্দ্রিমা মনে হয় জিবলি আর্টের সহায়তায় প্রেমিককে সামনে আনলেও তাঁর মুখ গোপনই রেখেছেন। টেলিপাড়ায় কাজ করার পর দেবচন্দ্রিমা মুম্বইয়ের সিরিয়ালেও কাজ শুরু করেন। কিন্তু সেই সিরিয়াল কিছুমাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় অভিনেত্রী আবার কলকাতায় ফিরে এসেছেন।
সায়ন্ত মোদকের সঙ্গে দেবচন্দ্রিমার বেশ কয়েক বছরের প্রেমপর্ব চলার পর ব্রেকআপ হয়ে যায়। সম্প্রতি নায়িকা তাঁর প্রাক্তনকে নিয়ে একাধিক অভিযোগ এনেছেন। পাশাপাশি সায়ন্তর তৃতীয় প্রেমিকা কিরণের করা লাইভ ভিডিওতে এসেও তাঁকে সমর্থন করেছেন। এখন দেবচন্দ্রিমা ও কিরণ একে-অপরের দারুণ বন্ধু। সম্প্রতি দেবচন্দ্রিমার জন্মদিন গিয়েছে। শহরেই নিজের কাছের মানুষদের নিয়ে জন্মদিন পালন করেন তিনি। অপরদিকে, নবাগত পরিচালক পাভেল ঘোষ তৈরি করছেন তাঁর নতুন ছবি। সেই ছবিতেই অপরাজিতা আঢ্য়র সঙ্গে দেবচন্দ্রিমা সিংহরায়কে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। ছবির নাম এখনও চূড়ান্ত নয়। জানা যাচ্ছে, আগামী মাস থেকে ছবির শ্যুটিং শুরু হবে।