Prosenjit Chatterjee: 'বুম্বা Uncle', প্রসেনজিৎকে 'কাকু' ডাকলেন এই নায়িকা

Prosenjit Chatterjee: বাংলা ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র বলেই পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বয়স ৬০-এর কোঠা পেরিয়েছে। যদিও তাঁকে দেখে তা বোঝার উপায় একেবারেই নেই। নিজেকে ফিট রেখেছেন সকলের প্রিয় বুম্বা দা। ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়িকাই তাঁকে দাদা বলেই সম্বোধন করেন।

Advertisement
'বুম্বা Uncle', প্রসেনজিৎকে 'কাকু' ডাকলেন এই নায়িকাপ্রসেনজিৎকে কাকু ডাকে এই নায়িকা
হাইলাইটস
  • ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়িকাই তাঁকে দাদা বলেই সম্বোধন করেন।

বাংলা ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র বলেই পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বয়স ৬০-এর কোঠা পেরিয়েছে। যদিও তাঁকে দেখে তা বোঝার উপায় একেবারেই নেই। নিজেকে ফিট রেখেছেন সকলের প্রিয় বুম্বা দা। ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়িকাই তাঁকে দাদা বলেই সম্বোধন করেন। ঋতুপর্ণা থেকে শুরু করে কোয়েল, শ্রাবন্তী, শুভশ্রী, রচনা প্রসেনজিৎ সকলেরই প্রিয় দাদা। আর তিনি নিজেও এই দাদা ডাক শুনতে ভালোবাসেন। তবে ব্যতিক্রমী ইন্ডাস্ট্রির এই নায়িকা। তিনি প্রসেনজিৎকে সোজা আঙ্কেল অর্থাৎ কাকু বলে ডাকলেন। 

বয়স ৬৩ হলেও প্রসেনজিৎ এখনও নিজেকে ৩০-৩৫ বছরে ধরে রেখেছেন। কড়া ডায়েট ও শরীরচর্চার ওপরই প্রসেনজিতের ফিটনেস। তাঁর খাওয়া দেখলে যে কোনও টলিউডের নায়ক লজ্জা পেয়ে যাবেন। এতটাই কম খান তিনি। যে কোনও পোশাকেই প্রসেনজিতকে তাই সুন্দরভাবে মানিয়ে যায়। অভিনেতার ত্বকে বয়সের ভাঁজ একটুও পড়েনি। তাই তাঁকে কাকু ডাকতে গেলে একটু দ্বিধাবোধ করতেই পারে। কিন্তু টলিপাড়ার এই নায়িকা প্রসেনজিতের চেয়ে অনেকই ছোট। সবেমাত্র ৩০ পেরিয়েছেন তিনি। তাই তাঁর কাছে প্রসেনজিৎ বুম্বা কাকু। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

প্রসেনজিৎকে কাকু বলে ডাকলেন কে? কৌশানী মুখোপাধ্যায়, যিনি এখন টলিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন। তাঁর একের পর এক অভিনয় ঝড় তুলছে বড়পর্দায়। সেই কৌশানী প্রসেনজিৎকে Uncle বলে সম্বোধন করলেন। আসলে সোমবার ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়ি উৎসব-এ বিজয়া সম্মেলন। যেখানে টলিপাড়ার অভিনেতারা-অভিনেত্রীরা নিমন্ত্রিত ছিলেন। আর বুম্বাদার ডাকে এসেছিলেন বনি ও কৌশানীও। নায়িকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে এই সুন্দর বিজয়া সম্মেলনের আয়োজন করার জন্য প্রসেনজিতের সঙ্গে তাঁর ও বনির ছবি শেয়ার করেন। আর সেখানে লেখেন, এত সুন্দর পার্টির আয়োজন করার জন্য ধন্যবাদ বুম্বা আঙ্কল। 

যদিও এই পোস্ট দেখার পর প্রসেনজিৎ কৌশানীকে দাদা বলার নির্দেশ দিয়েছেন কিনা তা জানা যায়নি। প্রতিবছরই প্রসেনজিতের বাড়িতে বিজয়া সম্মেলন উপলক্ষ্যে চাঁদের হাট বসে। পুরনো থেকে নতুন অভিনেতা-অভিনেত্রীরা সকলেই আসেন প্রসেনজিতের বাড়িতে। নিখাদ আড্ডা আর জমিয়ে খাওয়া-দাওয়া চলে সেখানে। এই বছরও প্রসেনজিতের বাড়িতে এসেছিলেন রাজ-শুভশ্রী, রুদ্রনীল, সোহিনী সরকার, নীল-তৃণা, কোয়েল ও নিসপাল সিং, অঙ্কুশ-ঐন্দ্রিলা, বনি ও কৌশানী সহ আরও অনেকে।    

Advertisement

POST A COMMENT
Advertisement