ডিভোর্সের পথে এই তারকা দম্পতি?টলিপাড়ায় কার কখন সংসার ভাঙে আবার কখন জোড়ে তা বোঝা বড় মুশকিল। কেউ ডিভোর্স চর্চা নিয়ে মুখে কুলুপ আঁটেন আবার কেউ কেউ তা প্রকাশ্যে নিয়ে আসেন। সেরকমই টলিপাড়ার এক অভিনেতার সংসার ভাঙার খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। সেই 'জিৎ' অভিনেতা যদিও নিজের মুখে সেই কথা স্বীকার করতে নারাজ। যদিও ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, এক ছাদের তলায় আর থাকেন না 'জিৎ' অভিনেতা ও তাঁর স্ত্রী।
টেলিভিশন জগতে তিনি বেশ চেনা মুখ। একসময় সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে একাধিক ছবি পোস্ট করতেন অভিনেতা। ছেলে ও স্ত্রীকে নিয়ে ছিল তাঁর সুখের সংসার। কিন্তু আচমকাই ছন্দপতন সেখানে। শোনা যাচ্ছে, স্ত্রীর সঙ্গে এক ছাদের নীচে আর থাকেন না 'জিৎ' অভিনেতা। যদিও এই নিয়ে তাঁকে একাধিকবার প্রশ্ন করা হলে তিনি সযত্নে তা এড়িয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি যে এখনও বিবাহবন্ধনে আছেন তাও বলেছেন। হ্যাঁ, হয়ত এখনও বিয়ে ভাঙেনি। আলাদা থাকছেন তাঁরা, বলছেন সেই অভিনেতার ঘনিষ্ঠরা।
ছেলে ও পরিবারকে নিয়ে মাঝে মধ্যেই সেই অভিনেতা ঘুরতে বেড়িয়ে পড়েন। সেখান থেকে একাধিক ছবি পোস্ট করলেও সেই পারিবারিক ছবিগুলিতে স্ত্রীয়ের দেখা মেলে না। এক-আধবার স্ত্রী সঙ্গে নাই যেতে পারেন, কিন্তু বারংবার কি সেই ভুল হওয়া সম্ভব? অভিনেতার ডিভোর্স নিয়ে চর্চা গত বছর থেকেই তুঙ্গে ছিল। যদিও এই নিয়ে অভিনেতা ও তাঁর স্ত্রী দুজনকেই জিজ্ঞাসা করা হলে, তাঁরা দুজনেই সেই সময় গোটা বিষয়টিকে অস্বীকার করেন। কিন্তু গত কয়েক মাস জুড়েই 'জিৎ' অভিনেতার সঙ্গে তাঁর স্ত্রীকে দেখা যাচ্ছে না কোথাও।
সম্প্রতি পরিবারের সঙ্গে ওই অভিনেতা সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন। সেখানেও দেখা যায়নি স্ত্রীকে। এইসব নিয়ে কোনও কথাই বলতে রাজি নন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেতা। ছেলেকে নিয়ে প্রায়ই পোস্ট দেন তিনি। কিন্তু দেখা মেলে না স্ত্রীর। অভিনেতাকে বিচ্ছেদের কথা জিজ্ঞাসা করলেই তিনি তা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন এবং জানিয়েছেন স্ত্রীর পেশাগত ব্যস্ততা এতটাই তুঙ্গে যে তিনি নাকি পারিবারিক কোনও ট্রিপেই যেতে পারেন না। সত্যিই কি তাই? নাকি অভিনেতার সংসার ইতিমধ্যেই ভেঙেছে, তা প্রকাশ্যে আনতে চাইছেন না?