সতীশ শাহ প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিডনির অসুখে। শনিবার কিডনি ফেল করেই প্রয়াণ ঘটল তাঁর।
অসংখ্য বলিউড ছবি এবং হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। 'জানে ভি দো ইয়ারো' থেকে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' কিংবা 'ম্যায় হু না'-তে তাঁর অভিনয় দর্শকদের উল্লসিত করেছেন। তবে বিশাল জনপ্রিয়তা পেয়েছিলেন 'সারাভাই ভার্সেস সারাভাই' ধারাবাহিকটির জন্য। চার দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন বলিউডে। ঘরে ঘরে জনপ্রিয় ছিল তাঁর 'সারাভাই' চরিত্রটি। এছাড়াও 'হাম সাথ সাথ হ্যায়', 'কভি হ্যাঁ কভি না', 'ওম শান্তি ওম' সিনেমাতেও শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।
কিডনির অসুখে ভোগায় সম্প্রতি তাঁর কিডনি প্রতিস্থাপনও করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ইন্ডিয়া টুডে-কে সতীশ শাহের ম্যানেজার জানান, শনিবার দুপুরে প্রয়াত হন অভিনেতা। দেহ এখনও পর্যন্ত মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালেই রয়েছে। রবিবার হবে শেষকৃত্য। সতীশ শাহের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা জনি লিভারও। ৪০ বছরের বন্ধুত্ব ছিল তাঁদের। বন্ধু সতীশকে হারে ভেঙে পড়েছেন বলিউডের এই অভিনেতা। শোকের ছায়া গোটা বলিউডেই। দীর্ঘদিনের বন্ধু, পরিচালক অশোক পণ্ডিত লেখেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ দিনের বন্ধু সতীশ প্রয়াত হয়েছেন। কিডনি বিকল হয়ে ঘণ্টাখানেক আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেদনার খবর।'