বলিউডের মতো টলিউড নায়িকারাও নিজেদের মুখের অনেক অঙ্গ পরিবর্তন করে থাকেন। আর সেইসব করতে গিয়ে অনেক সময়ই তাঁদের ট্রোলের মুখেও পড়তে হয়েছে। শুভশ্রী, মিমি সহ অনেকেই লিপ ফিলার করিয়েছেন। আর সেই নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁদের। কিন্তু এবার ডাইনি সিরিজ দেখে মিমিকে কটাক্ষ করলেন রোজগেরে গিন্নির পরমা বন্দ্যোপাধ্যায়। নায়িকার লিপ ফিলিং নিয়েও কথা বলতে ছাড়লেন না।
কয়েকদিন আগেই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ডাইনি সিরিজটি। পরিচালক নির্ঝর মিত্রের এই সিরিজটি দর্শকমহলে বেশ প্রশংসিত। মিমির অভিনয়ও প্রশংসা পেয়েছে সব মহলে। ৬ এপিসোডের টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজ ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন। কিন্তু মিমির ডাইনি সিরিজ একেবারেই না পসন্দ হয়েছে রোজগেরে গিন্নির পরমার। তিনি ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন এই ডাইনি সিরিজ নিয়ে। পরমা ফেসবুকে লিখেছেন, 'হইচই অ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে। ডাইনি ওয়েব সিরিজের ভুরিভুরি হাইপ আর কিছু ইউটিউবারের প্রশংসা শুনে আমিও ৪৯৯ টাকায় বোকা বনে গেলাম। মেরেকেটে, অতি কষ্টে ৩টে এপিসোড অবধি! তারপর ব্যাস! আর না!'
এরপরই পরমা মিমির লিপ ফিলিং নিয়ে নায়িকাকে রটাক্ষ করেন। পরমা লেখেন, 'প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং করিয়েছেন যে ডায়ালগ বলতে গিয়ে ঠোঁটটা খুলছেও না ভাল করে। ইনি এক সময় গানের ওপারে সিরিয়াল-এর পুপে ছিলেন, আমরা এর adaa-তে মুগ্ধ হতাম, ভাবতে কেমন লাগে! সিরিজটা যতটুকু দেখলাম খুব জঘন্য লাগলো। যাত্রা টাইপ। সামাজিক পালা।' পরমা টাকা নষ্ট বলেও কটাক্ষ করেছেন।
তবে পরমার এই পোস্টের পর নেটিজেনরা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ কেউ পরমার এই পোস্টকে সমর্থন করলেও অনেকেই মিমির অভিনয়ের প্রশংসা করার পাশাপাশি ডাইনি সিরিজটি যথেষ্ট ভাল বলে কমেন্ট করেছেন। কেউ কেউ বলেছেন, ‘হিন্দি ছবির অভিনেত্রীরা ফিলিং করালে আহ্লাদিত হব, আর বাঙালি হলে আমাদের সমালোচনা…’। তবে সবকিছু মিলিয়ে এখনও পর্যন্ত ডাইনি সমালোচকদের চোখে বেশ ভাল সিরিজ বলেই তকমা পেয়েছেন। এখনও অনেকে ডাইনি দেখে মিমির অভিনয়ের প্রশংসা করছেন।
অপরদিকে পরমা বন্দ্যোপাধ্যায় একসময় রোজগেরে গিন্নি শো-তে সঞ্চালিকা ছিলেন। সেই সময় এই শো জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছিল। এর সঙ্গে পরমা একজন গায়িকাও বটে। কয়েক বছর আগেই করোনার প্রভাবে দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন তিনি। তবে এখন সম্পূর্ণ সুস্থ আছেন পরমা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তিনি অ্যাক্টিভ থাকেন।