Ranveer Allahbadia: হাতজোড় করে ফের পডকাস্টে ফিরলেন রণবীর, বললেন, 'এবার যে কন্টেন্ট বানাবো...'

Ranveer Allahbadia: বেশ কিছু সময় ধরেই জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার সময় খুব একটা ভাল যাচ্ছে না। ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ে এসে বাবা-মায়ের সঙ্গম নিয়ে মন্তব্য করে বিপাকে পড়তে হয়েছিল রণবীরকে। সঙ্গে অবশ্য বিপদে পড়েন সময় রায়নাও। দেশজুড়ে তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছিল রণবীরকে। সেই ঘটনার আইনি জট এখনও কাটেনি।

Advertisement
হাতজোড় করে ফের পডকাস্টে ফিরলেন রণবীর, বললেন, 'এবার যে কন্টেন্ট বানাবো...'রণবীর আলাহাবাদিয়া
হাইলাইটস
  • বেশ কিছু সময় ধরেই জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার সময় খুব একটা ভাল যাচ্ছে না।

বেশ কিছু সময় ধরেই জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার সময় খুব একটা ভাল যাচ্ছে না। ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ে এসে বাবা-মায়ের সঙ্গম নিয়ে মন্তব্য করে বিপাকে পড়তে হয়েছিল রণবীরকে। সঙ্গে অবশ্য বিপদে পড়েন সময় রায়নাও। দেশজুড়ে তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছিল রণবীরকে। সেই ঘটনার আইনি জট এখনও কাটেনি। সুপ্রিম কোর্টেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। রণবীর সেখান থেকে রেহাই পেলেও তাঁকে সুপ্রিম কোর্টের বেশ কিছু আদেশের পালন করতে হয়। তবে এইসব বিতর্কের অবসান ঘটিয়ে দুমাস পর স্বমহিমায় ফিরলেন রণবীর। শুরু করছেন তাঁর পডকাস্ট। আর এর পাশাপাশি রণবীর ক্ষমাও চেয়ে নিলেন। 

রণবীর তাঁর ইনস্টাগ্রাম ও ইউটিউবে দ্য রণবীর শো পডকাস্ট ফের চালু করেন। তিনি তাঁর পুরো টিমের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ফটো শেয়ার করেছেন, যেখানে তাঁকে খুব খুশি মনে হচ্ছে। রণবীর বড়দের আশীর্বাদ নিয়ে তাঁর এই নতুন সফর শুরু করেন। রণবীর তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন,  আমায় ভালোবাসার জম্য ধন্যবাদ। এই ইউনিভার্সকে ধন্যবাদ। একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, পুর্নজন্ম। 

রণবীর এরপর একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে হাতজোড় করে তাঁর অনুরাগীদের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। তিনি এই ভিডিওতে নিজের চ্যানেলের নতুন সূচনা ও অতীতের খারাপ সময়ের কথাও স্মরণ করেন। ভিডিওর শুরুতেই রণবীর জানান যে তাঁর কাছে বলার জন্য অনেক কিছুই আছে কিন্তু সেটা তিনি এখনই বলবেন না। রণবীর এই ভিডিওতে আবেগতাড়িত হয়ে বলেন, প্রথমত, আমার সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। আপনাদের ইতিবাচক বার্তাগুলি আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করেছে। সময়টা খুবই কঠিন ছিল... আমি প্রকাশ্যে হিংসাত্মক হুমকি পেয়েছি, অনলাইনে এত ঘৃণা, দেখেছি, এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে সবের মাঝে আপনাদের ভালবাসা অনেক সাহায্য করেছে।

Advertisement

রণবীর তাঁর এই লম্বা বিরতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে আপনি অনুভব করেন যে আপনার চলার পথে শুধুই সফলতা নয়, ব্যর্থতার সামনেও পড়তে হবে আপনাকে। আমি গত ১০ বছরে কোনও বিরতি ছাড়াই প্রত্যেক সপ্তাহে ২-৩টি ভিডিও পোস্ট করেছি। এটা অনিচ্ছাকৃত বিরতি ছিল, যেখানে আমি থিতু হয়ে বাঁচতে শিখেছি। এত লোক আমায় ছেলে আর ভাই বলে মানেন, তাঁদের সকলের কাছে ক্ষমা চাইছি। আগামী সময়ে যে কনটেন্টই তৈরি করব, সেটা নিয়ে আরও দায়িত্বশীল হব কথা দিলাম। ক্ষমা চেয়েছেন তাঁদের কাছে যাঁদের তিনি আহত করেছেন। তবে ভবিষ্যতে যে এমনটা আর হবে না সেটাও জানান। রণবীরের কথায়, আমি বুঝতে পেরেছি আমার কাঁধে বড় দায়িত্ব রয়েছে। আপনারা সবাই আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য বলে মনে করেন এটাই সবচেয়ে বড় দায়িত্ব। আমি পডকাস্ট করতে ভালবাসি, কন্টেন্ট তৈরি করতে ভালবাসি। নিজের দেশের ইতিহাস, সংস্কৃতিকে অন্বেষণ করার চেষ্টা করেছি। আমি আমার দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করি। এখন একটি নতুন গল্প লেখার চেষ্টা করছি। আশা করছি সমর্থন পাব।

POST A COMMENT
Advertisement