Salman Khan: 'রামমন্দির' ঘড়ি পরে বিতর্কে সলমন, মৌলানার নিদান,'শরিয়ত লঙ্ঘন'

Salman Khan: ইদের আগেই মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সলমন খানের 'সিকান্দর'। আর এই ছবি মুক্তির আগেই বিতর্কে জড়ালেন সল্লু মিঞা। বরেলভি-পন্থী অল ইন্ডিয়া মুসলিম জামাত-এর সভাপতি মৌলানা শাহবুদ্দিন রাজভির তোপের মুখে 'সিকান্দর' সলমন খান।

Advertisement
'রামমন্দির' ঘড়ি পরে বিতর্কে সলমন, মৌলানার নিদান,'শরিয়ত লঙ্ঘন'সলমন খান
হাইলাইটস
  • ইদের আগেই মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সলমন খানের 'সিকান্দর'।

ইদের আগেই মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সলমন খানের 'সিকান্দর'। আর এই ছবি মুক্তির আগেই বিতর্কে জড়ালেন সল্লু মিঞা। বরেলভি-পন্থী অল ইন্ডিয়া মুসলিম জামাত-এর সভাপতি মৌলানা শাহবুদ্দিন রাজভির তোপের মুখে 'সিকান্দর' সলমন খান। রাম জন্মভূমি ঘড়ি পরে ৫৯ বছর বয়সী অভিনেতা রীতিমতো বিতর্কে জড়ালেন। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সলমন খান নিজের কিছু ছবি পোস্ট করেন। যেখানে অভিনেতা তাঁর কমলা রঙের ঘড়ি ফ্লন্ট করছিলেন। তবে এটা যে সে ঘড়ি নয় কিন্তু, 'রাম জন্মভূমি' স্পেশাল ও লিমিটেড এডিশন ঘড়ি। এই ঘড়ির বিশেষত্ব হল এর ডায়ালে প্রভু শ্রী রাম ও রাম জন্মভূমির ছবি রয়েছে। ঘড়ির ডায়ালে হনুমান জির ছবিও রয়েছে। এর সঙ্গে জয় শ্রী রামও লেখা আছে। আর এই ঘড়ি হাতে পরেই বিতর্কে জড়িয়ে পড়লেন সলমন। অল ইন্ডিয়া মুসলিম জামাতের রাষ্ট্রীয় সভাপতি মৌলানা শাহবুদ্দিন রাজভির তোপের মুখে পড়লেন সল্লু মিঞা। এ নিয়ে মৌলানা রাজভি বলেন, আমি সলমন খানকে বলছি তিনি এমন কোনও কাজ যেন না করেন, যা মুসলিমদের করণীয় নয়।

তিনি সলমনকে শরিয়ত লঙ্ঘনকারী বলে অভিহিত করেছেন। এমনকী সলমনের হাতে থাকা এই ঘড়িটিকে ইসলাম বিরোধীও বলেছেন। মৌলানা সলমনকে নিয়ে এও বলেন যে সলমন খান ভারতের খুবই জনপ্রিয় এক ব্যক্তিত্ব। সলমন রাম জন্মভূমির প্রচারের জন্য রাম জন্মভূমির ঘড়ি পরতে দেখা গিয়েছে তাঁকে। রাম এডিশনের এই ঘড়ি পরে তিনি শরিয়তি আইন লঙ্ঘন করেছেন। কারণ এই ঘড়ি রামমন্দিরের প্রচার করে। এ ধরনের ঘড়ি পরা কোনও মুসলিমের কাছে বেআইনি ও হারাম। 

শুধু তাই নয়, সলমনকে তিনি শরিয়ত আদর্শ অনুসরণ করার জন্য বলেছেন এবং অ-মুসলিম আচরণ করলে তা অবৈধ ও হারাম বলেই গণ্য হবে। উল্লেখ্য, জ্যাকব অ্যান্ড কোং-এর এপিক এক্স রাম জন্মভূমি টাইটানিয়াম এডিশন টু ঘড়িটির দাম ৩৪ লক্ষ টাকা। এই লিমিটেড এডিশনের ঘড়িটি তৈরি করা হয়েছে ইথোস ওয়াচেস-এর সঙ্গে যৌথ উদ্যোগে। এই ঘড়িতে শিল্প ও পরম্পরা অনুসরণে রাম জন্মভূমি মন্দিরের ছবি আঁকা রয়েছে। 

Advertisement

সলমন জানিয়েছেন, এই ঘড়িটি তাঁর মা সালমা খান তাঁকে উপহার দিয়েছেন। এর আগে এই একই ঘড়ি পরতে দেখা গিয়েছিল অভিষেক বচ্চনকে। বিশ্বজুড়ে মাত্র ৪৯টি এরকম ঘড়ি রয়েছে। যার একটি রয়েছে দাবাং অভিনেতার কবজিতে। ঘড়ির নটার ঘরে একটি ছোট্ট রামমন্দির করা আছে এবং ৩টের ঘরে রামচন্দ্র ও তাঁর পায়ের কাছে হনুমানের আকৃতি আঁকা রয়েছে। ৬টা ঘরে লেখা রয়েছে জয় শ্রীরাম। সলমন এখন তাঁর ছবি সিকান্দার-এর প্রচার নিয়ে ব্যস্ত। ৩০ মার্চ সিনেমাটি মুক্তি পাবে।  

POST A COMMENT
Advertisement