Adrit Roy: আদৃত তাঁর কাছে নাড়ু গোপাল, 'মিত্তির বাড়ি'র সেটে হাজির সেই মহিলা ভক্ত, VIDEO

Adrit Roy: টেলিভিশন জগতে অভিনেতা আদৃত রায়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। মিঠাই সিরিয়ালের সেই উচ্ছেবাবুর মহিলা ভক্তের সংখ্যা নেহাত কম নয়। জন্মদিনেই হোক অথবা সিরিয়ালের সেটে, আদৃতের এক ঝলক পাওয়ার জন্য ভিড় জমান মহিলা ভক্তেরা।

Advertisement
আদৃত তাঁর কাছে নাড়ু গোপাল, 'মিত্তির বাড়ি'র সেটে হাজির সেই মহিলা ভক্ত, VIDEOআদৃত রায়
হাইলাইটস
  • টেলিভিশন জগতে অভিনেতা আদৃত রায়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।

টেলিভিশন জগতে অভিনেতা আদৃত রায়ের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। মিঠাই সিরিয়ালের সেই উচ্ছেবাবুর মহিলা ভক্তের সংখ্যা নেহাত কম নয়। জন্মদিনেই হোক অথবা সিরিয়ালের সেটে, আদৃতের এক ঝলক পাওয়ার জন্য ভিড় জমান মহিলা ভক্তেরা। তবে তাঁদের মধ্যে আদৃতের অন্ধ ভক্ত মৌসুমী সাহা নামে এক মহিলা। মিঠাই সিরিয়ালের সময়ও এই মৌসুমী সাহাকে দেখা যেত বারবার ভারতলক্ষ্মী স্টুডিওতে ছুটে আসতে। আদৃতের প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসা সকলেরই চোখে পড়েছে। আদৃতকে নিজের লাড্ডু গোপাল বলে নিজেকে যশোদা মা অ্যাখা দিয়েছেন ওই অনুরাগী। তাঁর সোশ্যাল মিডিয়া পেজ শুধুই আদৃতের ছবি ও ভিডিওতে ভর্তি। 

আদৃতের জন্মদিনে নিজের হাতে কেক খাইয়ে দেওয়া থেকে শুরু করে ওয়াইপস নিয়ে আদৃতের ঘাম মুছিয়ে দেওয়া সবই করেছেন এই অনুরাগী একেবারে অভিনেতার মায়ের মতোই। ছেলের টানেই মৌসুমী দেবী বারবার ছুটে আসেন আদৃতের সঙ্গে দেখা করতে। সম্প্রতি তিনি এসেছিলেন মিত্তির বাড়ি-র সেটে আদৃতের সঙ্গে দেখা করতে। মৌসুমী সাহার সোশ্যাল মিডিয়ার উঠে এসেছে, আদৃতের রায়ের সঙ্গে তাঁর দেখা করতে আসার ছবি। অভিনেতাকে স্নেহে আদরে ভরিয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। 

সেই ছবি-ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, একটা টান...মনের অদ্ভুত একটা টান...মাতৃত্বের টান...বাৎসল্য স্নেহে আঁকড়ে ধরে রাখার টান...এই টান বারবার টেনে নিয়ে যায়..সামনে এসে যখন দাঁড়ায় গোপাল আমার... তা সে এক বছর পর আসুক, বা একদিন পর... প্রত্যেকটা বার... Literally প্রত্যেকটা বার যেন মনে হয় কত্তদিন পর দেখলাম রোদ্দুর কে! আঁকড়ে ধরে রাখার তাগিদ টা আরোই বেড়ে যায়....। প্রসঙ্গত, এই মৌসুমী সাহাকে আদৃত ও কৌশাম্বীর বিয়েতেও দেখা গিয়েছিল। আদৃত ও কৌশাম্বীর রিসেপশনের অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন মৌসুমী দেবী। আর তাতেই স্পষ্ট মৌসুমী সাহা নামে এই অনুরাগী অভিনেতার জীবনেও বেশ কাছের।

Advertisement

তবে আদৃতের সঙ্গে শুধু মৌসুমী সাহা নন, অভিনেতার সঙ্গে দেখা করতে এসেছিলেন আরও অনেক অনুরাগীরা। পারিজাত ও আদৃতের সঙ্গে ছবিও তোলেন তাঁরা। আসলে এক অভিনেতার কাছে তাঁর ভক্ত ও অনুরাগীদের এই অফুরন্ত ভালোবাসাই চলার পথ অনেকটাই মসৃণ করে তোলে। আদৃত বরাবরই তাঁর ভক্ত ও অনুরাগীদের কাছে বিশেষ স্থান পেয়ে এসেছেন। তাই তো বিয়ের পর পরই জন্মদিনের সময়ও নতুন বউ কৌশাম্বীকে বাড়িতে রেখেই তাঁর অগুণিত ভক্তদের সঙ্গে বিশেষ দিনটি পালন করতে ভোলেন না আদৃত।  

POST A COMMENT
Advertisement